পাবনার সাঁথিয়ায় আব্দুর রহিম (৩৮) নামে এক এনজিও কর্মী দুদিন থেকে নিখোঁজ রয়েছেন। তবে পরিবারের দাবি তিনি জিম্মি রয়েছেন।
আব্দুর রহিম জাগরণী চক্র ফাউন্ডেশন সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর শাখার ফিল্ড অফিসার। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার বেড়া গ্রামের ইমরান আলীর ছেলে। এ ব্যাপারে শাখা ব্যবস্থাপক সাঁথিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
থানায় ডায়েরি সূত্রে জানা গেছে, নিখোঁজ আব্দুর রহিম সোমবার (৩০ ডিসেম্বর) ওই এনজিওর ঋণ আদায় শেষে অফিসে আসেন। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে বিকাশ থেকে টাকা উঠানোর কথা বলে আর অফিসে ফিরে আসেননি। তার মোবাইল ফোন বন্ধ এবং পরিবারসহ বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তার সন্ধান মেলেনি।
জাগরণী চক্র ফাউন্ডেশন কাশিনাথপুর শাখার ব্যবস্থাপক সাইদুল ইসলাম জানান, আব্দুর রহিম সোমবার দুপুরের পর তার কর্ম এলাকায় ঋণের কিস্তি ২৪ হাজার ৫২৫ টাকা আদায় করে অফিসে আসেন। সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা তোলার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি। এ ব্যাপারে সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ রহিমের দুলাভাই গিয়াস উদ্দিন বলেন, আমার ধারণা ঋণের কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে আমার শ্যালক রহিমকে জিম্মি করে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, দুইমাস আগে ঋণের কিস্তির টাকা আদায় করে অফিসে ফেরার পথে ছিনতাইকারীরা তার কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ টাকা অফিসকে আমরা ভর্তুকি দিয়েছি।
সাঁথিয়া থানার এস আই আশুতোষ জানান, এ ব্যাপারে দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে এবং খোঁজাখুঁজি অব্যাহত আছে।
মন্তব্য করুন