নাটোরের লোচনগড়ে পীর কবিরাজ আল চিশতীর মাজার প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক বাউল সংগীতের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের লোচনগড় গ্রামে এ ঘটনা ঘটে।
কবিরাজ আল চিশতী মাজারের সভাপতি হোসেন কবিরাজ বলেন, বার্ষিক আয়োজনের জন্য প্রতি বছর গ্রামের কিছু লোকজনকে চাঁদা দিতে হতো। এবারও তারা দুই লাখ টাকা চাঁদা চেয়েছিল। কিন্তু আমরা দিতে পারিনি। হয়তো এই আক্রোশে প্যান্ডেল ভাঙচুর করা হয়েছে। আমরা দুর্বৃত্তদের চিনি। তবে নিরাপত্তার কারণে তাদের পরিচয় জানাতে পারছি না।
নাম প্রকাশ না করার শর্তে লোচনগড় গ্রামের এক বাসিন্দা বলেন, বাউল গানের নামে মাজারে বেআইনি কার্যক্রম চলে। সবকিছু মিলিয়ে গ্রামের সাধারণ মানুষ চান না সেখানে এ ধরনের উৎসব হোক। এ জন্য ক্ষুব্ধ লোকজন প্যান্ডেলের ক্ষয়ক্ষতি করেছে।
সদর থানা পুলিশের ওসি মো. মাহবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়েছিল। কয়েকজনকে আটকও করা হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন