লক্ষ্মীপুরের রায়পুরে নুরানি মাদ্রাসা বন্ধ ও শিক্ষককে মারধরের হুমকি দাতা মাদক ব্যবসায়ী গিট্টু জহিরকে (৩৫) গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক, অভিভাবক ও গ্রামবাসী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঘণ্টাব্যাপী বামনী ইউপির ভুইয়ারহাট বাজারে স্থানীয় এলাকাবাসী ও সচেতন নাগরিকের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় গিট্টু জহিরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান অংশগ্রহণকারীরা। এ সময় উপস্থিত ছিলেন বামনী ইউপির বিএনপি নেতা খোরশেদ ভূঁইয়া, সুমন ভূঁইয়া, আজুব, হাসিমসহ দুই শতাধিক গ্রামবাসী।
অভিযুক্ত গিট্টু জহির রায়পুরের বামনী ইউপির ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও চরবগা গ্রামের হাফিজ বাড়ির রফিক মহুরীর ছেলে। গত ৫ আগস্টের পর থেকে তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমি দখল, মাদক ব্যবসাসহ নানা বখাটেপনার অভিযোগ উঠেছে।
ভুইয়ারহাট বাজার এলাকার আল ফোরকান ইসলামী একাডেমির মুহতারাম সোলায়মান বলেন, সোমবার (৩০ ডিসেম্বর) মাদ্রাসার শিক্ষার্থীদের ফল দেওয়া হয়। এ সময় গিট্টু জহির মাদ্রাসায় ঢুকেই তার ভাগনির ফল নিয়ে খুব ঝামেলা করে। এ সময় তার কথার উত্তর দিতে গেলে মারতে আসে। পরে শিক্ষক ও অভিভাবকদের কারণে আমাকে মারধর করতে পারেনি। বাড়ি যাওয়ার পথে মারধর করবে ও মাদ্রাসা বন্ধ করার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনাটি মাদ্রাসা পরিচালনা কমিটিকে জানালে জহির আরও ক্ষিপ্ত হয়ে আমার মোবাইলে হুমকি দেয় সবাইকে মারধর করবে।
এ ঘটনার বিচার দাবি করে উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের জানালে তারা ব্যবস্থা না নেওয়ায় গিট্টু জহিরকে গ্রেপ্তারের দাবিতে শিক্ষক, অভিভাবক ও দুই শতাধিক গ্রামবাসী মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন।
এ বিষয়ে বিএনপি কর্মী ও মাদক ব্যবসায়ী গিট্টু জহিরের বক্তব্য নিতে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা বিএনপির সদস্যসচিব সফিকুর রহমান ভূঁইয়া বলেন, বিএনপির নামে কোনো নেতাকর্মী অপরাধ করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রশ্রয় দেওয়া হবে না। তাকে আইনের হাতে সোপর্দ করা হবে।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, গিট্টু জহির নামে স্থানীয় এক মাদক ব্যবসায়ী বখাটেকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষক ও গ্রামবাসী। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন