বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে ২০২৫-২৬ মেয়াদে মো. অহিদুল হক (যুগান্তর/অবজারভার) সভাপতি ও মো. আব্দুল মান্নান (ইত্তেফাক) সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে নির্বাচন শেষে নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব এ ফলাফল ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি হাসানুল বান্না উজ্জল (দৈনিক আমার দেশ/ইনকিলাব), যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী (দৈনিক মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন (দৈনিক কালবেলা), কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মণ্ডল (দেশ রূপান্তর), দপ্তর সম্পাদক সোহেল রানা (দৈনিক আমাদের সময়), প্রচার সম্পাদক ফারুক হোসেন আপন (আলোকিত বাংলাদেশ), সাহিত্য সম্পাদক মন্তাজুর রহমান রানা (নয়াদিগন্ত), প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল (আমার সংবাদ), তথ্যপ্রযুক্তি সম্পাদক রাশেদুল ইসলাম রুবেল (বাংলাদেশের খবর), স্বাস্থ্য সম্পাদক সাইফুল ইসলাম (আলোকিত সকাল), সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আউয়াল কবিরাজ (খবরপত্র), ধর্মবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন (সংগ্রাম), পাঠাগার ও সমাজসেবা সম্পাদক আসমত উল্লাহ (দৈনিক ভোরের ডাক/জনবাণী), ক্রীড়া সম্পাদক নুর আলম (জনদেশ), আইনবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রাজন (এশিয়া বাণী) এবং কার্যনির্বাহী সদস্য একাব্বর আলী (চলনবিল প্রবাহ) ও শাওন ভূঁইয়া (দৈনিক আলোর দিগন্ত)।
পরে নবনির্বাচিত পরিষদের পরিচিতি সভায় প্রেস ক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, জেলা জামায়াতের অ্যাসিন্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আলী আকবর, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এম লুৎফর রহমান, বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসাহাক আলী বক্তব্য দেন।
এ ছাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর-উল-হাসান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, চলনবিল প্রেস ক্লাবের সভাপতি আলী আক্কাছ, বড়াইগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বক্তব্য দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী রবিউল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রেজাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল হোসাইন, বনপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরদার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মোল্লা, বড়াইগ্রাম পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনসহ শিক্ষক, সমাজসেবক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন