চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ থেকে বিপুল কচ্ছপ জব্দ করা হয়েছে। রোববার (৩০ ডিসেম্বর) শাহরাস্তির দোয়াভাঙ্গা, টামটা ও হাজীগঞ্জের মাইশামোড়া মৎস্য আড়ত এলাকায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট একক অভিযান পরিচালনা করে। এতে ৩ প্রজাতির সাত মণ কচ্ছপ (আনুমানিক ২৮০ কেজি) জব্দ করা হয়।
জীবিত তিন প্রজাতির কচ্ছপের মধ্যে সুন্ধি কাছিম ১৭০ কেজি, করি কাইট্টা ১০০ কেজি ও হলুদ কচ্ছপ ১০ কেজি বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুঁচিয়ার আড়ালে দীর্ঘদিন ধরে একদল অসাধুচক্র এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট চাঁদপুর জেলা থেকে এর আগে ২০ মণ কচ্ছপ জব্দ করে। ওই অভিযানের তথ্য পর্যালোচনা করে রোববারের অভিযানটি পরিচালনা করা হয়।
জানা গেছে, কচ্ছপগুলো প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে। কচ্ছপ পাচারকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন