রংপুর মহানগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পার্কের মোড় এলাকা থেকে অস্ত্রসহ চার তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে দুই তরুণীকে ছেড়ে দিলেও গ্রেপ্তার দেখানো হয়েছে দুই তরুণকে।
সোমবার (৩১ ডিসেম্বর) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক দুই তরুণী হলেন- রংপুর নগরীর ধাপ কটকিপাড়ার তাসনিম স্বর্গ ও লালমনিরহাটের হাতীবান্ধার সাদিয়া সিদ্দিকা স্বর্ণা। গ্রেপ্তার তরুণরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার হারুন-উর রশিদ মেহেদি ও একই এলাকার কাওসার আহমেদ সোলায়মান আলী।
জানা গেছে, বুধবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে হলুদ রঙের টয়োটা সিএইচআর গাড়িতে বসে অভিযুক্তরা অস্ত্রটি নাড়াচাড়া করছিলেন। খবর পেয়ে পুলিশ এসে অস্ত্র উদ্ধার করে চারজনকে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া ওই অস্ত্রটি আসল কিনা তা পরীক্ষার জন্য সিআইডির কাছে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এ দুই তরুণের বিরুদ্ধে ডাকাতির চেষ্টা, মাদক সংশ্লিষ্টতা ও জুয়ার ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।
মহানগর তাজহাট থানার ওসি শাহ আলম সরদার কালবেলাকে বলেন, চারজনের মধ্যে দুই তরুণীকে তার পরিবারের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। ৫৪ ধারায় দুই তরুণকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি সিআইডিতে পাঠানো হচ্ছে। আসল হলে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।
মন্তব্য করুন