বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এ সময়ে আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলন করে স্বৈরাচার আ.লীগ সরকারের পতন ঘটাতে পারিনি। সেই পতন ঘটিয়ে যে সন্তানেরা আজ আমাদের স্বাধীনতা এনে দিল, এ দেশের মানুষকে মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিল তাদেরকে ধন্যবাদ জানাই।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যে যুবকরা আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়ে বলেছে, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই যুবকদের সম্মানিত করতে তাদের হাতে আগামীর বাংলাদেশ শুধু জামায়াত না, দেশবাসী তুলে দিতে চায়।
তিনি বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই, যে দেশে কোনো বৈষম্য থাকবে না। সব ধর্মের সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। সর্বক্ষেত্রে দেশাত্ববোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ, দুষ্কৃতকারী, দুর্নীতিবাজ থাকবে না। কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখা আয়োজিত পথসভায় উপজেলা আমির মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও. রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাও. আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাও. মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাহাবুবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, ঢাকা মহানগরী মোহাম্মদপুর (দক্ষিণ) থানা আমির শাখাওয়াত হোসেন, সাবেক জেলা আমির ও সাবেক চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আফতাবউদ্দীন মোল্লা, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, সহকারী সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান পলাশ প্রমুখ।
মন্তব্য করুন