গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ডের কাউন্সিলর আবু বক্কর সিদ্দিককে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে উত্তরার জসীমউদ্দীন এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানার একটি দল তাকে গ্রেপ্তার করে।
সম্প্রতি ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় এক ছাত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনা স্থানীয় সমাজ ও রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করে। নিহত ছাত্রের পরিবার থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে আবু বক্কর সিদ্দিককেও আসামি হিসেবে উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, তদন্তে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আবু বক্কর সিদ্দিকের অবস্থান শনাক্ত করা হয়। সোমবার রাতে উত্তরা জসীমউদ্দীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজ রহমান কালবেলাকে জানান, ছাত্র হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন