প্রদীপ মোহন্ত, বগুড়া
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফুলকপি-মুলার কেজি ২ টাকা, সবজি নিয়ে কৃষকের কান্না

বগুড়ার বাজারে ফুলকপির স্তূপ। ছবি : কালবেলা
বগুড়ার বাজারে ফুলকপির স্তূপ। ছবি : কালবেলা

বগুড়ায় সবজি নিয়ে কপাল পুড়ছে চাষিদের। বাজারে সবজির স্তূপ। ক্রেতা নেই। সার, বীজ, কীটনাশকের খরচ বেড়েছে অনেক। লাভ তো দূরের কথা, খরচের টাকাই উঠছে না কৃষকের। ফলে ন্যায্য দাম না পেয়ে বাজারে কাঁদতে হচ্ছে কৃষকদের।

বর্তমানে বগুড়ার হাটে-বাজারে ২ থেকে ৫ টাকা কেজিতে মুলা ও ফুলকপি বিক্রি হচ্ছে। দাগওয়ালা মুলা-ফুলকপির দাম আরও কমে দেড় থেকে ২ টাকা কেজি। কমেছে বাঁধাকপির দাম, প্রতি পিস ৬ থেকে সর্বোচ্চ ১৫ টাকা।

তবে কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার মৌসুমের শুরুতে শীতকালীন সবজির ফলন ও দাম দুটিই ভালো পেয়েছেন কৃষকরা। এখন কিছুটা কমলেও পরে উৎপাদন খরচ উঠে যাবে। একটি ফুলকপির উৎপাদন খরচ ৫ টাকার বেশি, কিন্তু কৃষককে বেচতে হচ্ছে দুই টাকায়।

উত্তরবঙ্গের সবচেয়ে বড় মোকাম বগুড়ার মহাস্থানে একেকটি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র দুই টাকারও কম দামে। পাইকারিতে সর্বোচ্চ ১০০ টাকা মণ দরেও ক্রেতা পাচ্ছেন না সবজি চাষিরা।

কৃষকের দাবি, শীতকে মোকাবিলা করে ফলানো এ সবজির দাম পাচ্ছেন না মোটেও। উল্টো মাত্র ২ টাকায় প্রত্যেকটি ফুলকপি বিক্রি করে গুনছেন লোকসান।

সরজমিনে দেখা গেছে, শীতকালীন সবজির ভরা মৌসুমে মহাস্থান হাটে সবধরনের সবজির সরবরাহ বেড়েছে। তবে দাম কম পেয়ে চাষিদের মাঝে হতাশা বিরাজ করছে। ৭ দিন আগেও ফুলকপি ২০ থেকে ৩০ টাকা, মুলা ১৫ থেকে ২০ টাকা কেজি ও বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকা পিস বিক্রি হলেও এখন এসব সবজির দাম নেমে এসেছে প্রতি কেজি ৫ টাকার নিচে।

সোমবার (৩০ ডিসেম্বর) প্রতি কেজি ফুলকপি ২ থেকে ৪ টাকা, মুলা ২ থেকে ৫ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৬ থেকে ১৫ টাকায় বিক্রি হয়েছে মহাস্থান হাটে। শুধু মুলা-িফুলকপি নয়, কমেছে অন্যান্য সবজির দামও।

কৃষকরা জানান, ২১ মণ ফুলকপি দুই হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। তার মধ্যে ১ হাজার টাকা চলে গেছে ভ্যান ভাড়া দিতেই। মহাস্থান হাটের পাইকাররা বলছেন, ভরা মৌসুমে এবার ফুলকপিসহ সব সবজির সরবরাহ বেড়েছে। তাই অনেক কিছু বিক্রি হচ্ছে পানির দামে। আবহাওয়া অনুকূলে থাকায় বেড়েছে উৎপাদন। কিন্তু কৃষকরা ক্ষতি কীভাবে পোষাবেন তার সমাধান দিতে পারেনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলায় এই মৌসুমে সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে ৩ লাখ ৬ হাজার টনেরও বেশি সবজি চাষ হয়েছে।

চাষিরা জানান, তারা মৌসুমের শুরুতে মুলা ৪০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি করলেও গেল ৭ দিন ধরে দাম কমে এসেছে। সর্বশেষ ১৫ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি করলেও ৭ দিনের ব্যবধানে তা ২ থেকে ৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

৭ দিন আগে ১৫ থেকে ৩০ টাকা কেজিতে ফুলকপি বিক্রি করেছেন, এখন তা ২ থেকে ৮ টাকা সর্বোচ্চ দামে বিক্রি করছেন। এতে করে চাষিরা উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায়।

এদিকে ফুলকপি-মুলার পাশাপাশি বাঁধাকপির দামও বেশ কমেছে। প্রতি পিস ৬ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ২০ থেকে ২৫ টাকা, কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকা, সিম ৩০ থেকে ৪০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মতলুবর রহমান জানান, বিগত বছরগুলোর চেয়ে এবার ফলন ভালো হয়েছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি সরবরাহ এবং চাহিদা এই দুটোর সম্পর্কের কারণে বর্তমানে বাজার মূল্য কিছুটা কম। তবে গেল কয়েক বছর ধরেই বগুড়ার চাষিরা ভালো দাম পাচ্ছেন, বিগত বছরগুলোর চেয়ে এবার ফলনও ভালো হয়েছে। জেলায় এই মৌসুমে সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে ৩ লাখ ৬ হাজার টনেরও বেশি সবজি উৎপাদন হবে। জেলার চাহিদা মিটিয়ে সারা দেশে যাচ্ছে বগুড়ার সবজি।

সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) বগুড়া জেলা শাখার সম্পাদক কেজি ফারুক বলেন, ‘পাইকারি ও খুচরা বাজারে দামের বিশাল ব্যবধান কৃষকদের জন্য ক্ষতিকর। তাদের আর্থিক সুরক্ষা এবং বাজার স্থিতিশীলতার জন্য সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া জরুরি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের কর্মবিরতি ঘোষণা

সচল হলো আসিফ-সাদিক-হান্নানের ফেসবুক আইডি

প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা

কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে : আমিনুল হক

যুক্তরাষ্ট্রে বর্ষবরণ উৎসবে হামলাকারী কে এই জব্বার?

বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লায় যুবদলের সভাকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া

১০

শাকিবের বরবাদে কলকাতার আরও এক অভিনেত্রী

১১

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১২

বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে প্রবেশ করাচ্ছে বিএসএফ : মমতা

১৩

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১৪

২০০ টাকায় মিলল নতুন বই, প্রধান শিক্ষক বললেন ব্যয় হবে উন্নয়নকাজে

১৫

প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হলেন আনোয়ার কামাল পাশা

১৬

এক ফুটবলারের জন্য ২১৮ মিলিয়নের আর্থিক ক্ষতির মুখে বার্সা

১৭

পরিবেশবাদীদের এক পক্ষের ওপর অন্য পক্ষের হামলা / খেলার মাঠ ও পার্ক দখলমুক্ত করার দাবিতে নাগরিক সমাবেশ

১৮

যুক্তরাষ্ট্রে এবার নাইটক্লাবের বাইরে গুলি, আহত ১০

১৯

ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ

২০
X