অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, প্রতিটি জাতির মধ্যে ঐক্যের বন্ধন মজবুত করতে হবে। ঐক্য মানুষকে বড় বিপদ থেকে মুক্তি দেয়।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটার জামি’য়া মহিউসসুন্নাহ মাদ্রাসা মিলনায়তনে ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে রাখাইন, হিন্দু, খ্রিস্টান ও বিশেষ সুবিধাবঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় এ কথা বলেন তিনি।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, গত ৫ আগস্টের পর কিছু দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় লুট, হামলা ও ভাঙচুর করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেপ্তার করেছি এবং ৭০টিরও অধিক মামলা হয়েছে। সে মামলার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যের বিকল্প নেই।
ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহর সভাপতিত্বে স্থানীয় বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে জামিয়া মহিউসসুন্নাহ কমপ্লেক্সে ইসলামি জলসায় অংশগ্রহণ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মন্তব্য করুন