চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোহাম্মদ আলী জিন্নাহর মালিকানাধীন ‘মেসার্স শারমিন ফিলিং স্টেশন’কে এক লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। মাপে তেল কম দেওয়ার অভিযোগে এ জরিমানা করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেসার্স শারমিন ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। পরে দেখা গেছে, চাঁদপুরের শারমিন ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে ব্যাপক কারচুপি রয়েছে। তাই বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত নগদ এক লাখ টাকা জরিমানা করেছেন।
আমিনুল ইসলাম শাকিল আরও বলেন, এ পাম্পকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন- ২০১৮ এ অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে দেখা গেছে, ফিলিং স্টেশনটিতে প্রতি ৫ লিটার ডিজেলে ২৪০ মিলি, প্রতি ৫ লিটার অকটেনে ২২০ মিলি এবং প্রতি ৪ লিটার পেট্রলে ২০০ মিলি কম প্রদান করছে। তাই এ জরিমানা করা হয়।
মেসার্স শারমিন ফিলিং স্টেশনের মালিক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমি এখন ঢাকায় আছি এবং অসুস্থ। কোনো ধরনের জরিমানা হয়েছে কিনা বা তেল কম দেওয়ার বিষয়টি আমার জানা নেই।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক (মেট) আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ।
মন্তব্য করুন