গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে ৯ ইটভাটাকে ২৮ লাখ টাকা জরিমানা

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন। ছবি: কালবেলা
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন। ছবি: কালবেলা

নাটোরের গুরুদাসপুরে অবৈধ নয়টি ইটভাটাকে ২৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ধারায় ইটভাটা মালিকদের জরিমানা করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা আক্তার।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, গুরুদাসপুর পৌর সদরের পাঁচটি ও মশিন্দা ইউনিয়নের চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আলোর স্বল্পতার কারণে বাকি ভাটায় অভিযান চালানো সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, গুরুদাসপুর পৌর শহরের ঘনবসতিপূর্ণ এলাকার চাঁচকৈড় মধ্যমপাড়া মৌজাতেই রয়েছে জুমির উদ্দিন মণ্ডলের মেসার্স এমজেডবি ব্রিকস, জাকির হোসেনের মেসার্স এসএআর ব্রিকস, আমজাদ-মফিজের মেসার্স এএমবি ব্রিকস, জাহিদ হোসেনের মেসার্স এমডিবি ব্রিকস, মোশারফ হোসেন হাজির মেসার্স এমবিপি ব্রিকস, টগরের মেসার্স একেবি ব্রিকস, জহুরুল-বিপ্লবের মেসার্স এমএমবি ব্রিকস নামে সাতটি অনুমোদনহীন অবৈধ ইটভাটা।

এ ছাড়া উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর মৌজার ফসলি জমিতে আব্দুল কাদের হাজির মেসার্স এইচকেবি ব্রিকস, হাজি বাদশার মেসার্স এইচবিবি ব্রিকস, আব্দুল হাকিমের মেসার্স এইচআরবি ব্রিকস, আব্দুর রহিমের মেসার্স এআরবি ব্রিকস নামে অনুমোদনহীন চারটি ইটভাটা রয়েছে। তবে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের কান্দিপাড়া-চিতলাপাড়া মৌজায় জাহিদ হোসেনের এমডিপি ব্রিকস এবং নাজিরপুর ইউনিয়নের একটি ভাটার অনুমোদন রয়েছে।

নাটোর পরিবেশ অফিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, মূলত কৃষি অফিস থেকে এক ফসলি জমির প্রত্যয়ন পাওয়ার পরই তারা দুটি ইটভাটাকে পরিবেশের ছাড়পত্র দিয়েছেন। অন্যরা অনুমোদন ছাড়াই ভাটায় ইট পোড়ানোর কাজ করছেন।

তবে অবৈধ এসব ইটভাটার পক্ষে গুরুদাসপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মোশারফ হাজি কালবেলাকে বলেন, ইটভাটার জন্য পরিবেশের ছাড়পত্র না দেওয়ায় তারা লাইসেন্স নবায়ন করতে পারছেন না। তাছাড়া তারা ব্লক ইট তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এমজেডএম ব্রিকসের মালিককে চার লাখ টাকা এবং বাকি ভাটা মালিকদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। উপজেলায় মোট ১৩টি ইটভাটার মধ্যে ১১টিরই লাইসেন্স নেই। সতর্কতা করে নয়টি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। ইটভাটা অবিলম্বে কৃষিজমি থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমরা রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না’

সিরাজ সিকদার থেকে আবু সাঈদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান 

প্রতিবাদ জানিয়ে ছাত্রশিবিরের বার্তা

যশোরের মাহফিলে যোগ দিতে আজহারীর আহ্বান

‘বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী সেমিনার একাডেমিক মান বৃদ্ধি পাবে’

রাজনৈতিক সহিংসতা ও হিজাব কটূক্তির প্রতিবাদে জবিতে মানববন্ধন  

কড়াইল বস্তিতে আগুন / ১২২ পরিবারকে আর্থিক সহায়তা দিল ডিএনসিসি

নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ

নিলয়ের ‘টাইসন’র অভিনয় দেখে মুগ্ধ দর্শক

ওয়ালটন হেডকোয়াটার্সে নতুন মডেলের ডুয়াল ব্যান্ড রাউটার উদ্বোধন

১০

তাসকিনের রেকর্ডের পর বড় জয় পেল রাজশাহী

১১

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১২

বাংলাদেশের শিক্ষার অগ্রগতিতে কানাডীয় দৃষ্টিভঙ্গি একীভূতকরণ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

১৩

৬৫ পণ্যে ভ্যাট বাড়ানো হচ্ছে

১৪

বরিশালে তারেক রহমানের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ

১৫

৪৩তম বিসিএস / পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছেন ২৬৭ প্রার্থী

১৬

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা, নিহত বেড়ে ১৫

১৭

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় জড়োসড়ো সিরাজগঞ্জ

১৮

ফার্মাশিয়া লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৯

ঢাবি সিন্ডিকেট সভায় আমন্ত্রণ পেলেন ৩ আওয়ামীপন্থি

২০
X