গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় একটি ওষুধ কারখানার পরিত্যক্ত মালামালের (ওয়েস্টিজ) ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিসিকের পানির ট্যাংকি এলাকার ‘রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস’ কারখানার মালামালকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন আহতের খবর পাওয়া গেছে। বিএনপির নেতকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে কারখানাটির পরিত্যক্ত মালামাল নামাচ্ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের লোকজন। এ সময় তাদের কাজে বাধা দেন স্থানীয় ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা জানান, তারা বিএনপির স্থানীয় নেতাকর্মী। ওষুধ কারখানাটিও তাদের ওয়ার্ডের আওতাভুক্ত। সে হিসেবে কারখানাটির পরিত্যক্ত মালামাল তাদের প্রাপ্য। কিন্তু এর মাঝেই গাজী সালাউদ্দিন ও তার লোকজন আজ দুপুরে জোর খাটিয়ে কারখানাটির মালামাল নামাতে থাকেন। এ সময় বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় সালাউদ্দিনের লোকজন। এ সময় ওমর ফারুক, সোহান, সাব্বি ও রনিসহ ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতাকর্মী আহত হন। গাজী সালাউদ্দিন বলেন, ওই প্রতিষ্ঠানে আমার বৈধ কাগজপত্র জমা দেওয়া আছে। আমি সেখানে যাইনি। কে বা কারা কি কারণে মারামারি করেছে সেটাও আমি জানি না। আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, কারখানার ওয়েস্টিজ নিয়ে বিএনপির দুপক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছিল। পরে তারা স্থানীয়ভাবে বসে নিজেরাই মীমাংসা করে নিয়েছেন। এ ঘটনায় মারামারি বা আহত হওয়ার কোনো খবর আমাদের কাছে আসেনি। এ সংক্রান্ত কেউ অভিযোগও করেনি।
মন্তব্য করুন