রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার ‘উচ্চস্বরে হইচই’ করায় সারদা পুলিশ একাডেমির ৮ এসআইকে শোকজ

রাজশাহীর সারদা পুলিশ একাডেমি। ছবি : কালবেলা
রাজশাহীর সারদা পুলিশ একাডেমি। ছবি : কালবেলা

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের আটজন এসআইকে কারণ দর্শানোর (শোকজ) করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, মাঠে নির্দেশনা না মেনে তারা ‘উচ্চস্বরে হইচই’ করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আটজনের হাতে শোকজের চিঠি দেওয়া হয়। তাদের আগামী তিন দিনের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে বলেও জানানো হয়।

সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার পক্ষে নোটিশে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন ইমন। এ-সংক্রান্ত একাধিক চিঠির কপি এই প্রতিবেদকের কাছে এসেছে।

উল্লেখ্য, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন এসআই ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে তিন ধাপে ৩১৩ জন এসআইকে শোকজ করে একাডেমি। এরইমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন এবং সর্বশেষ ১৮ নভেম্বর তিনজনকে অব্যাহতি দেওয়া হয়। এবার চতুর্থ ধাপে প্রায় একই ধরনের অভিযোগে আরও আটজনকে শোকজ করা হলো।

শোকজ পাওয়া উপপরিদর্শকরা বলছেন, ১২ মাসের জায়গায় তারা ১৪ মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছেন। নিয়মানুযায়ী চলতি বছরের ৪ নভেম্বর তাদের প্রশিক্ষণ শেষ করে বিভিন্ন পুলিশ ইউনিটে যোগদানের কথা ছিল।

শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, ‘গত ২৭ ডিসেম্বর বৈকালিক কার্যক্রমে নিয়মিত সাপ্তাহিক গেইম প্যারেড ছিল। প্যারেডটি শুরুর আগে কোম্পানিভিত্তিক প্রশিক্ষণার্থীদের ফল-ইন করানোর জন্য কোম্পানির সিএএসআই থাকেন। ফল-ইনের সময় অ্যালাইনমেন্টে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রশিক্ষণার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার জন্য প্রত্যেক কোম্পানির কমান্ডার ও আরআই উপস্থিত হন।

প্রশিক্ষণার্থীদের মাঝে মাইকে বলা হয়, আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্যারেড মাঠ পরিদর্শনে আসবেন। মাইকে সব কোম্পানির প্রশিক্ষণার্থীদের সুশৃঙ্খলভাবে গেইম প্যারেড করার জন্য বলা হয়। এ নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি উচ্চস্বরে হইচই করতে থাকেন এবং আপনার উসকানিমূলক কথাবার্তায় অন্যান্য ক্যাডেট উত্তেজিত হয়ে হইচই করেন। আরআই আপনাকে শান্ত থাকার জন্য নির্দেশনা দেন এবং ঘটনার বিষয়টি এএসপি (পিটি) এবং অতিরিক্ত পুলিশ সুপারকে (ফিল্ড) মোবাইল ফোনের মাধ্যমে প্যারেড গ্রাউন্ডে আসার জন্য জানান। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে এএসপি (পিটি) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ফিল্ড) প্যারেড মাঠে আসেন এবং আপনাকে শান্ত থেকে সুশৃঙ্খলভাবে প্যারেড অনুশীলন করার জন্য দিকনির্দেশনা দেন।

গেইম প্যারেড চালু হওয়ার সময় আপনার উসকানিতে অন্যান্য প্রশিক্ষণার্থী ক্যাডেট কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে দৌড়ে না গিয়ে হেঁটে হেঁটে চলতে থাকে এবং শান্ত না হয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে।’

তবে নোটিশ পাওয়া প্রশিক্ষণরত এসআইদের দাবি অন্যায়ভাবে তাদের সহজ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঞার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘আ.লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

ছাত্রশিবিরের কাউন্সিল পাতানো ও নাটকপূর্ণ, দাবি ছাত্রদল সম্পাদকের

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, আহত ৩০

‘যাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ায়’

বিপিএলে পারিশ্রমিক বিতর্ক নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা

নতুন বছরে যেসব প্রতিপক্ষের বিপক্ষে খেলবে মেসি-আলভারেজরা 

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশের ৬৫ কর্মকর্তাকে বদলি

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১০

যুবদল নেতাকে রগ কেটে হত্যা

১১

২০২৫ সালে জমজমাট ক্রীড়া ক্যালেন্ডার / চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিফা ক্লাব বিশ্বকাপ

১২

কোম্পানিগুলোর তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে কাজ করছি : বিএসইসি চেয়ারম্যান

১৩

ডিসেম্বরে যেসব ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

১৪

বছরের প্রথম দিনে সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

১৫

‘বিএনপি কারো ধমকে চেপে যাওয়া দল না’

১৬

আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল 

১৭

দেশ রূপান্তরের নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ

১৮

বোনের বাড়ি থেকে ফেরার পথে নারীকে তুলে নিয়ে ধর্ষণেচেষ্টা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় দুদলের সংঘর্ষে টেঁটাবৃদ্ধসহ আহত ২৫

২০
X