কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত আছে’

বক্তব্য রাখছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : কালবেলা

বিএনপি বিগত দেড়যুগ ধরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট হাসিনামুক্ত দেশে এখনো বাকস্বাধীনতা, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের সংগ্রাম অব্যাহত আছে।

রোববার (২৯ ডিসেম্বর) হাটহাজারী উপজেলাধীন চিকনদন্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত স্থানীয় বড়দিঘী পাড় মাঠে এক বিশাল গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা অকাতরে জীবন বিসর্জন দিয়েছে, অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছে, পরিবার পরিজন হারিয়েছে, ব্যবসা-বাণিজ্য এমনকি ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে। হামলা-মামলায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তবুও রাজপথ ছাড়েনি।

জনাব মীর হেলাল বলেন, বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। একইসঙ্গে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। একদিকে দেশদ্রোহীরা দেশের বিরুদ্ধে অন্যদিকে জন রায়কে যারা ভয় পায় তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা সকল চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলায় অবিচল রয়েছেন।

তিনি হাটহাজারীর বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, চট্টগ্রাম শহর ও হাটহাজারী অবিচ্ছিন্ন হলেও হাটহাজারীর উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আগামীদিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি ইউনিয়ন, গ্রাম-ওয়ার্ড পর্যায়ের সকল সমস্যা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সমাধান করা হবে।

চিকনদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি নিজামন উদ্দিন হাকিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ঈসা শফির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম।

অন্যান্যের মধ্যে হাটহাজারী উপজেলার বিএনপির সিনিয়র সদস্য নেছার উদ্দিন ভুলু, চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন হোসাইন উজ্জ্বল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফখরুল হাসান, সদস্য সচিব মো. নুরুল কবির তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি.এম. সাইফুল ইসলাম, গাজী ইউসুফ, মো. শাহজাহান বাদশা, শাহজাহান মঞ্জু, দুবাই বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মঞ্জু, রহমতুল্লাহ মেম্বার, মো. জাকের, মো. মফিজুর রহমান, মো. ইয়াকুব মেম্বার, টিপু মেম্বার, মো. আবু, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন তালুকদার, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আবদুল মুবিন, হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইলিয়াস মেহেদী, সাধারণ সম্পাদক মো. আরেফিন সাইফুল, হাটহাজারী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আজিম, চট্টগ্রাম উত্তরজেলা মহিলা দলের সভানেত্রী লায়লা ইয়াসমিন, মো. আবদুল কাদের, জি.এম.কামরুদ্দিন নাহিদ, মো. জাহাঙ্গীর, কাজী মুহাম্মদ এরশাদ উদ্দিন, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল, উজ্জ্বল দত্ত, মো. আকবর, মো. মিজান, হাটহাজারী উপজেলা মহিলা দলের সভানেত্রী নাছরিন আক্তার, সাধারণ সম্পাদিকা মালা আকতার, কাজী শাহাদাত, মো. আইয়ুব, মো. জিসান, মো. আরিফ, মো. বেলাল, মো. আকতার, মো. হাসান, অপি দাশ, মো. তুষার, মো. সিয়ামসহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চালু

টাওয়ারের মাথায় মানসিক ভারসাম্যহীন নারী, ৯৯৯-এ ফোনকলে উদ্ধার

থার্টি ফার্স্ট নাইটে ৯৯৯ নম্বরে ১,১৮৫ অভিযোগ

মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ, শুক্র-শনি ছুটি বহাল

‘মে মাস থেকে ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না’

সাংবাদিকদের ‘অ্যাওয়ার্ডস-ফেলোশিপ’ দেবে বিএসইসি

শহীদ ও আহত পরিবারকে দেওয়া সহায়তার পরিমাণ জানাল ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’

নববর্ষে যে পণ্যটি বেশি অর্ডার করছে ভারতীয়রা

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নতুন বাংলাদেশ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে : শাহজাহান চৌধুরী

১০

ঢাবিতে মাদকসহ আটক ছাত্র ইউনিয়ন নেতা ও শিক্ষার্থীরা 

১১

ট্রেন্টের জন্য রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিল লিভারপুল

১২

কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি-সম্পাদকের পদত্যাগ চায় কবি নজরুল কলেজ ছাত্রদল

১৩

খুলে দেওয়া হয়েছে এস আলমের বন্ধ ৯ কারখানা

১৪

২০১০ সালের আবু বকর হত্যা মামলায় আপিল করবে ঢাবি

১৫

যে কৌশলে সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে তুরস্ক

১৬

২০২৫ হবে জুলাই গণহত্যার বিচারের বছর : চিফ প্রসিকিউটর

১৭

ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : মঈন খান

১৮

বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক

১৯

বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ

২০
X