নাটোরের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য অভিনব উদ্যোগ হিসেবে ‘এক টাকায় স্বাস্থ্যসেবা’ কর্মসূচির আয়োজন করেছে নাটোর স্বার্থ রক্ষা কমিটি।
শনিবার (২৮ ডিসেম্বর) নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর সহযোগিতায় ছিল নাটোর স্বাস্থ্য বিভাগ।
এদিন সকাল ৯টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত এই কার্যক্রমে চিকিৎসাসেবা দেন নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজেশ কুমার সাহা এবং বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সালাম শেখ।
আয়োজকরা জানান, ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ কর্মসূচির মাধ্যমে চিকিৎসাসেবা ছাড়াও বিনামূল্যে কয়েক ধরনের ওষুধ সরবরাহ করা হয়েছে।
চিকিৎসা নিতে আসা রহিমা বেগম বলেন, কয়েকদিন ধরে পায়ের ব্যথায় ভুগছি। এখানে এসে ডাক্তার দেখাতে পেরে খুব ভালো লাগছে। তারা আমাকে পরামর্শ দিয়েছেন, এখন কীভাবে চলতে হবে এবং কী ওষুধ খেতে হবে। ওসমান গণী নামে আরেক রোগী বলেন, দীর্ঘদিন ধরে চর্মরোগ সমস্যায় আছি। অর্থাভাবে ডাক্তার দেখাতে পারিনি। এখানে ১ টাকায় ডাক্তার দেখালাম। তাদের পরামর্শ অনুযায়ী এখন ওষুধ খাব।
জেসমিন আক্তার নামে আরেক রোগী বলেন, শহরে ডাক্তার দেখাতে গেলেই অনেক টাকা খরচ হয়ে যায়। বাড়ির কাছেই শহরের ডাক্তাররা এসেছেন। তাই চলে এলাম। এমন আয়োজন মাঝেমধ্যেই হওয়া দরকার।
নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন, প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। ভবিষ্যতে নাটোরের অন্যান্য উপজেলায়ও এই কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্তব্য করুন