চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
নৌযান শ্রমিকদের কর্মবিরতি

আটকা পড়েছে তেল-সারসহ হাজার হাজার টন পণ্য

নৌযান শ্রমিকরা কর্মবিরতিতে থাকায় তেল-সারসহ হাজার হাজার টন পণ্য আটকে আছে। ছবি : কালবেলা
নৌযান শ্রমিকরা কর্মবিরতিতে থাকায় তেল-সারসহ হাজার হাজার টন পণ্য আটকে আছে। ছবি : কালবেলা

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাত খুনের ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দেশব্যাপী কর্মবিরতিতে গেছেন নৌযান শ্রমিকরা। এতে নৌবন্দরগুলোতে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক কার্যক্রম। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও ১৭টি ঘাটে তেল-সারসহ আটকা পড়েছে সাড়ে চার লাখ টন পণ্য। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য।

এর মধ্যে নৌপরিবহন অধিদপ্তর থেকে বৈঠকের আহ্বান পেলেও তাতে যোগ দিবেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি শ্রমিক সংগঠনের নেতারা। তাদের মতে, বৈঠক নয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজেও নামতে রাজি নন। তবু বৈঠকের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

চট্টগ্রাম বন্দর ও লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তথ্য মতে, গত ২৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া নৌযানের শ্রমিকদের এই কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সব ধরনের পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। কর্ণফুলী নদীর ১৭টি ঘাটসহ দেশের অভ্যন্তরীণ নৌরুটে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে শত শত লাইটারেজ জাহাজ অলস বসে আছে। বন্দর বহির্নোঙরে ২০টি বড় জাহাজে খালাসের অপেক্ষায় আটকে আছে সয়াবিন বীজ, সার, গম, মসুর ডাল, মটর ডাল, কয়লা ও সিমেন্টের কাঁচামালসহ প্রায় সাড়ে চার লাখ টন পণ্য।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অফিস সচিব মো. আতিকুল ইসলাম টিটু বলেন, চাঁদপুরের হরিণাঘাটের কাছে মাঝেরচর এলাকায় জাহাজে সাত খুনের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের বিচারসহ আরও কিছু দাবিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১২টা থেকে সারা দেশে একযোগে নৌশ্রমিকদের কর্মবিরতি চলছে।

সংগঠনটির সভাপতি মো. শাহ আলম বলেন, আমাদের দাবি পূরণ না করা পর্যন্ত শ্রমিকদের কাজে নামানো সম্ভব হবে না। আমরা তো দাবিগুলো বলেছি। বর্তমানে মাল, তৈল-গ্যাস, কয়লা ও বালুসহ সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল এবং পণ্য ওঠা-নামা বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

সরকারের পক্ষ থেকে বৈঠকের আহ্বান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক রোববার মিটিংয়ের জন্য আামাদের ডেকেছেন। মিটিং না হওয়া পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করতে অনুরোধ করেছেন। সেটা সম্ভব নয়। তবু কর্মবিরতি নিয়ে আমরা ভাবছি। দুপুর ২টার পর আমরা শ্রমিকরা বসব। আমাদের মিটিংয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে তখন সেটা জানাতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমন্বয়ক পরিচয়ে ২ লাখ টাকা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪ 

‘মব’ করে পুকুরের মাছ লুট, মামলার পর বাদীর বাড়িতে হামলা

বিশ্বমঞ্চে পৌঁছেছে গল্প, ফাতিমা রয়ে গেছেন গাজায় মাটির নিচে

আ.লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান

জাতীয় জাদুঘরে শুরু তিন দিনের দুর্লভ মুদ্রা প্রদর্শনী

চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি, মারধরে আহত ১

আ.লীগ নেতা শাহে আলম মুরাদসহ দুজন রিমান্ডে

আফিল লেয়ার ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড

শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

১০

জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক

১১

পার্লামেন্ট না থাকলেও বর্তমানে জবাবদিহিতার কাজ করছে গণমাধ্যম : পিপি ফারুকী

১২

কুষ্টিয়ায় মাদকসহ ৩ ভারতীয় নাগরিক আটক

১৩

শখ পূরণে বিক্রি করে দেওয়া সেই শিশু উদ্ধার

১৪

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন বৃদ্ধ, জানা গেল পেছনের কারণ

১৫

রাজধানীতে আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

১৬

গাজীপুরে বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

১৭

আ.লীগের মতো স্বৈরাচারী দলে সাকিবের যাওয়া ঠিক হয়নি : প্রেস সচিব

১৮

তিন দিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম

১৯

ঢাকায় বৈঠকের পর পাকিস্তানের প্রতিক্রিয়া

২০
X