জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, যখন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা ক্ষেত্র আসবে, তখন ব্যক্তি, গোষ্ঠী ও দলের স্বার্থ না দেখে আগামী প্রজন্মের স্বার্থ দেখতে হবে। কারণ একটা জেনারেশন, পুরো একটা এলাকা না, পুরো একটা দেশকে প্রভাবিত করে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীত আনন্দ উৎসব অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিটিউক্যালসের সহযোগিতায় শিশু শিক্ষার্থীকে নিয়ে শীত আনন্দ উৎসবের আয়োজন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস বলেন, বতর্মান সময়ে আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ও শিক্ষার মান বাড়াতে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল ১৩ গ্রেড থেকে ১০ম গ্রেডে আনা উচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের যুগ্মসচিব ও পরিচালক আবু জাফর, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বী, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, ডিরেক্টর মোহাম্মদ মণ্জু মোল্লা, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র হিসেবে হুডি উপহার তুলে দেন অতিথিরা।
মন্তব্য করুন