টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ বলেন, জিয়া বিন কাসিম ট্রিপল মার্ডার মামলার এজাহার নামীয় ৬ নম্বর আসামি। তাকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে ৷
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, গ্রেপ্তার জিয়া বিন কাসেম গত ১৮ ডিসেম্বর রাতের অন্ধকারে ইজতেমা ময়দানে হামলার মাস্টারমাইন্ড ছিলেন।
সিএমপি ডবলমুরিং থানার (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, টঙ্গী থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসে আমাদের সহযোগিতায় একজন আসামিকে গ্রেপ্তার করেছেন। ওই আসামিকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি এখনো আমাদের থানায় এসে পৌঁছেনি। থানায় নিয়ে এলে আমরা বিস্তারিত জানাব।
এর আগে গত ১৯ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫ নম্বর আসামি মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য করুন