সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় শহিদ এম মনসুর আলী আধুনিক অডিটোরিয়ামে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম।
নিহত ব্যক্তির নাম বাবু মিয়া (৩৫)। তিনি উপজেলার গান্ধাইল ইউনিয়নের উদগাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি গত ৬ আগস্ট দুর্বৃত্ত কর্তৃক পোড়ানো পরিত্যক্ত অডিটোরিয়ামে সম্ভবত চুরির জন্য এসেছিলেন। হয়তো অডিটোরিয়াম থেকে বের হতে না পেরে তার মৃত্যু হতে পারে।
কাজিপুর থানার ওসি জানান, ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন