বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ এএম
অনলাইন সংস্করণ

১৭ বছর পর ফেরা, পরিবারে আনন্দের বন্যা

নিখোঁজের ১৭ বছর পর বাবা-মায়ের সঙ্গে সাদেকুল ইসলাম। ছবি : কালবেলা
নিখোঁজের ১৭ বছর পর বাবা-মায়ের সঙ্গে সাদেকুল ইসলাম। ছবি : কালবেলা

২০০৭ সালে নিখোঁজ হন তিনি। এরপর ২০১৫ সালের ১১ জুলাই থেকে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর দীর্ঘ ৯ বছর ভারতের কলকাতার একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাদেকুল ইসলাম (৪২)। অবশেষে গত ২৪ ডিসেম্বর বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন তিনি।

নিখোঁজের ১৭ বছর পর নিজ বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া গ্রামে ফেরেন। এতে পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বন্ধুবান্ধবদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। খোশগল্পে মেতে ওঠেন, খুঁজে ফেরেন হারানো স্মৃতি।

সাদেকুলের পরিবার ১৭ বছর ধরে তার কোনো সন্ধান না পেয়ে ধরে নিয়েছিল তিনি আর জীবিত নেই। কিন্তু আট মাস আগে বীরগঞ্জ থানার মাধ্যমে জানতে পারেন সাদেকুল ইসলাম ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরপর থেকে বাড়িতে বইতে শুরু করে আনন্দের ঢেউ। বাকি ছিল মেলবন্ধন। অবশেষে দুই দেশের সরকারি ও বেসরকারি প্রচেষ্টার ফলে গত ২৪ ডিসেম্বর সাদেকুল ইসলাম তার নিজ জন্মভূমিতে ফিরে আসেন। এ সংবাদ পেয়ে তার বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন-প্রতিবেশীসহ গণমাধ্যমকর্মীরাও।

সাদেকুল ইসলামের বাবা মো. আকবর আলী কৃষক ও মা সিদ্দিকা বেগম গৃহিণী। চার ভাই ও এক বোনের মধ্যে সবার বড় সাদেকুল। ২০০০ সালে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি কোটাপাড়া গ্রামে বিয়ে করে সাদেকুল। বিয়ের পর বাড়ি আলোকিত করে একটি ছেলেসন্তানের বাবা হন। স্ত্রী-সন্তান নিয়ে পরিবারের সঙ্গে বেশ সুখেই কাটছিল তাদের দিন। কিন্তু হঠাৎ ২০০১ সালে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তিনি। দিন দিন বাড়তে থাকে তার এই সমস্যা। এই পরিস্থিতিতে স্ত্রী দুই বছরের সন্তানকে সঙ্গে নিয়ে তাকে ছেড়ে চলে যায় বাবার বাড়ি। এ সময় তার পাশে এসে দাঁড়িয়েছে পরিবারের লোকজন। তাকে সারিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় তারা।

সাদেকুল ইসলাম জানান, নিখোঁজ হয়ে ভারতে যাওয়ার বিষয়টি তার মনে পড়ে না। তিনি যখন কিছুটা সুস্থ হন, তখন জানতে পারেন তিনি কলকাতার একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে সুস্থ হলে বাড়ির ঠিকানা মনে পড়ে তার। এ সময় শুক্লা নামে হাসপাতালের এক কর্মকর্তার সঙ্গে তার বেশ সখ্য গড়ে ওঠে। তাকে বাংলাদেশে বাড়ির ঠিকানা জানালে তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাকে দেশে ফেরার ব্যবস্থা করেন।

সাদেকুলের বাবা মো. আকবর আলী বলেন, ছেলে চতুর্থ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। পরে আমার সঙ্গে সংসারের কাজে যোগ দেয়। এরপর বিয়ে করে ভালোই দিন কাটছিল তার। কিন্তু মানসিকভাবে অসুস্থ হওয়ার পর সে নিখোঁজ হয়ে যায়। অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পাইনি। আমরা ধরেই নিয়েছিলাম সে আর বেঁচে নেই। ১৭ বছর পর শুক্লা ও অ্যাডভোকেট মিজানুর রহমানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় তাকে আমরা ফিরে পেয়েছি। যার মৃতদেহ ফিরে পাওয়ার আশায় ছিলাম, তাকে আজ সুস্থ ফিরে পাওয়ায় পৃথিবীটা আমার কাছে নতুন মনে হচ্ছে। সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি।

সাদেকুলের ছোট ভাই আজিজুল হক বলেন, ভাইকে ফিরে পাওয়ার অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। তাকে ফিরে পেয়ে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছি। এই কান্না কোনো শোকের ছিল না। ভাইকে ফিরে পাওয়ার আনন্দের কান্না। সে ফিরে আসায় বাড়িতে এখন আনন্দের বন্যা বইছে।

সাদেকের বাল্যবন্ধু মো. আব্দুল খালেক বলেন, সাদেকুল ছোটবেলা থেকে খুব পরিশ্রমী ছিল। বিদ্যালয়ে একসঙ্গে পড়ালেখা করেছি। সংসারের সব কাজে বাবা-মাকে সহযোগিতা করত। সে নিখোঁজের পর তাকে খুব মনে পড়ত। আজ তাকে ফিরে পেয়ে আনন্দে মন ভরে উঠেছে। তার পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি সংস্থাসহ সমাজের সবার কাছে দাবি জানাই।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে বিধি মোতাবেক সরকারি সব সুযোগ-সুবিধার জন্য পরিবারটিকে সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে দাওয়াত দিয়ে এনে জামাইকে গণধোলাই

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে এবার মুখ খুললেন মোদি

হাওরের গাছে ঝুলছিল সবজি বিক্রেতার লাশ 

‘আমার সব শেষ হয়ে গেল’

আট সন্তান থাকতেও ৯০ বছরের বৃদ্ধার জায়গা খোলা আকাশের নিচে

চুরি করতে গিয়ে পোশাক ও ছবি ফেলে গেল চোর

মা-বাবা, দুই বোনের পর চলে গেলেন প্রেমাও

ট্রাম্পের শুল্কারোপ / শত বছরের বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন

ড. ইউনূসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক 

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

১০

বাংলাদেশে ইসলামি চরমপন্থা নিয়ে প্রেস সচিবের পোস্ট

১১

আগে ছিলেন আ.লীগ নেতা, বিএনপিতে পেলেন সদস্যসচিবের পদ

১২

জনবসতিহীন পেঙ্গুইন দ্বীপে ট্রাম্পের শুল্কারোপ

১৩

মোদিকে ছবি উপহার দিলেন ড. ইউনূস

১৪

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১৫

হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির

১৬

আসিয়ান সদস্যপদের জন্য থাই বিশিষ্টজনদের সমর্থন চাইলেন ড. ইউনূস

১৭

দুদিনেও জ্ঞান ফেরেনি প্রেমার, স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে আরাধ্যকে

১৮

রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

১৯

মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান

২০
X