ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হার পাওয়ার প্রকল্পের আওতায় ৮০ জন নারীকে ল্যাপটপ দেওয়া হয়েছে। এ সময় আইসিটি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে তিনি গোপিনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজ ও হার পাওয়ার প্রকল্প পরিদর্শন করেছেন।
পরে শিক্ষার্থী, শিক্ষক, কলেজ কমিটি এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন আইসিটি সচিব।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কনবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহারিয়া মুক্তার, হার পাওয়ার প্রকল্পের উপপরিচালক সুরাইয়া জাহান, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ গোলাম সরোয়ার, কলেজের অধ্যক্ষ মো. আকরাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রথমে সচিব কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পর্যায়ক্রমে শিক্ষক এবং কলেজের গভর্নিং বডির সদস্যদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি কলেজের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। পরে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।
আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, হার পাওয়ার প্রকল্পের মতো উদ্যোগগুলো প্রযুক্তি শিক্ষায় নারীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের উপপরিচালক সুরাইয়া জাহান বলেন, হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে নারীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।
মন্তব্য করুন