চট্টগ্রামের আনোয়ারায় গ্রামের অসহায়দের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে বারখাইন শাহে মদিনা ফাউন্ডেশন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ৬ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বেসরকারি হাসপাতাল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এমডি এ কে এম ফজুলল হক।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের এজিএম মোহাম্মদ আরিফুল ইসলাম, শাহে মদিনা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবদুল হালিম, সহসভাপতি বদি আলম, আনোয়ারা হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী চৌধুরী, সংগঠনের সদস্য শাফায়াত গনি, আবুল কাশেম, আলি আকবর, মোহাম্মদ কাইযুম, শাহেদ উল্লাহ, মোহাম্মদ নাছির, আবদুল রশিদ, আজিজুল হক আজিজ, কায়সার, টিঙ্কু, রোকন, সাজ্জাদ টুটুল প্রমুখ।
ফজুলল হক জানান, গ্রামের অসহায় নারী-পুরুষ ও শিশুদের ভালো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসাসেবা নেওয়া সম্ভব নয়। একথা চিন্তা করেই সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। আজকের চিকিৎসা ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ৬ শতাধিক রোগীকে মেডিসিন, হৃদ্রোগ, ডায়াবেটিস, অর্থোপেডিক, কিডনি রোগ, গাইনি, ডায়েট কনসালটেন্টের চিকিৎসাসেবা দেওয়া হয়। আগামীতেও এ সেবা প্রদান করা হবে।
মন্তব্য করুন