ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা ভারতীয় এসব পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছে তারা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বিজয়নগর উপজেলার কালিশিমা এলাকায় অভিযান চালায়। এ সময় উন্নতমানের ৭ হাজার ৮৯১ পিস ভারতীয় সানগ্লাস, ১ হাজার ৮৬৫ পিস প্রসাধনীসামগ্রী ও ১৩০ পিস সিরাপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ হাজার ৫৫০ টাকা।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সীমান্ত দিয়ে ভারত থেকে যে কোনো ধরনের চোরাচালানী মালপত্র বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন বদ্ধপরিকর এবং অবৈধ চোরাচালানী মালপত্র আটকে অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন