সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি বিচারহীনতার সংস্কৃতি চায় না : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কম্বল বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মামুন মাহমুদ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কম্বল বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মামুন মাহমুদ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি যেন এ দেশে চালু না হয়। বিএনপি বিচারহীনতার সংস্কৃতি চায় না। অপরাধীদের বিচার না হলে এ দেশে আবার শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসকের জন্ম হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতার্থদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নাসিক ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এ কম্বল বিতরণী আয়োজন করে।

এ সময় মামুন মাহমুদ বলেন, তারেক রহমানের নির্দেশনায় আমরা এমন একটা সমাজ গড়তে চাই, যে সমাজে কেউ কারো দোকানে চাঁদা চাইবে না। কেউ কারো বাড়ি, জমি ও মিল-কারখানা দখল করবে না। স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী-এমপিরা দেশের মানুষের হক মেরে, মানুষের টাকা মেরে, রাজপথে গুলি করে মানুষ মেরে, এত অন্যায় করেও শেখ হাসিনা একটা দিন জেল খাটতে চায়নি। পালিয়ে গেছে ভারতে। ভারত যদি তাকে ফিরিয়ে না দেয়, আমরা যে কোনো মূল্যে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব।

মামুন মাহমুদ বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি মানুষের ভোটে বিশ্বাস করে। তাই মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন-সংগ্রাম করে স্বৈরাচারী সরকারের সময় পালিয়ে বেড়াচ্ছে, বাড়িঘর ছাড়া হয়েছে কিন্তু রাজপথ ছাড়েনি।

তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য যে মায়ের সন্তানরা জীবন দিয়েছে, যে মায়েদের বুক খালি হয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের রক্তের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারব না। বিএনপি ক্ষমতায় না থেকেও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বিগত ১৫ বছর মানুষের পাশে দাঁড়িয়েছে। এখনো দাঁড়াচ্ছে, ভবিষ্যতেও দাঁড়াবে।

নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি জুয়েল রানার সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি লেয়াকত হোসেন লেকু, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সাকের আহম্মেদ সোহান, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরউদ্দিন নূরু, যুবদল নেতা গাজী স্বপন, ছাত্রদল নেতা মোয়াজ হোসেন ও মানিক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গত ১৫ বছর মুসলমান মারলে তার বিচার হতো না’

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ২৬৭৮ মামলা

ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন আগামীকাল শুরু

আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা : আসিফ নজরুল

শাহীন আফ্রিদি কি পুরো বিপিএল খেলবেন?

‘অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই’

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট চ্যানেলসহ গ্রেপ্তার ২

রেড্ডির শতকে মেলবোর্নে ভারতের লড়াই

ব্যালন ডি’অর ইস্যুতে মুখ খুললেন রোনালদো

১৩ বছর পর দেশের মাটিতে কায়কোবাদ, বিমানবন্দরে কর্মী-সমর্থকদের ঢল

১০

ম্যানইউর মালিক হলে ক্লাবের সমস্যার সমাধান করতেন রোনালদো

১১

অফিসার পদে নিয়োগ দিচ্ছে ইসলামী ব্যাংক

১২

৫২ বছরের ইতিহাসে মালদ্বীপের পর্যটনে বড় সাফল্য

১৩

সচিবালয়ে নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে তারেক রহমান

১৪

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ : রিজভী 

১৫

সীমান্তে আবারও বাংলাদেশিকে হত্যা

১৬

সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে সিনিয়র সহকারী প্রেস সচিবের স্ট্যাটাস

১৭

হাজার কোটি টাকার দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন : রিজভী

১৮

বৃষ্টি হলেই কমবে তাপ

১৯

সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, প্রতিবাদ আইএসপিআরের

২০
X