বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, মরণঘাতী মাদক, জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়মূলক কাজ থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে হবে। এতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শুক্রবার (২৭ ডিসেম্বর) সোনাতলা উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ‘আরাফাত রহমান কোকো’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদুর রহমান চাঁদ। এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান রনি, উজ্জল হোসেন খোকন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক তাকবির হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মী।
মন্তব্য করুন