চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ লাশের ওপর নৃত্য করে ইতিহাস তৈরি করেছে : ড. রেজাউল করিম

আ.লীগ লাশের ওপর নৃত্য করে ইতিহাস তৈরি করেছে : ড. রেজাউল করিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা

আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে লাশের ওপর নৃত্য করার এক ফ্যাসিস্ট ইতিহাস তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. রেজাউল করিম বলেন, শেখ মুজিব বলেছিল, সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছিলাম চোরের খনি। এই চোরকে রূপান্তরিত করে শেখ হাসিনা ডাকাততন্ত্রে পরিণত করেছিলেন। এই ডাকাতরাই আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এ ডাকাতরাই আমাদের ভাতের অধিকার লুণ্ঠন করেছে। এই ডাকাতরাই দুর্নীতি করেছে। এ ডাকাতরাই মানুষের ওপর অবিচার করেছে। এই আওয়ামী লীগের ডাকাতরাই সেনা সদস্যদের হত্যা করেছে, আলেম-ওলামাকে বেইজ্জতি করেছে দেশপ্রেমিক নাগরিকদের হত্যা করেছে। বাংলার এই জমিনে আ.লীগের জুলুমতন্ত্রের বিচার হবেই।

তিনি আরও বলেন, ‘এই বাংলাদেশ শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং তাদের উত্তরসূরি যারা জীবন দিয়েছেন; তারা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই বাংলাদেশ নতুনভাবে স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশকে শেখ হাসিনা তার পৈতৃক সম্পত্তি বানিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে এক বাবাকে হত্যা করা হয়েছে। বাবা শহীদ হয়েছেন। সন্তান বাবাকে দাফন করার জন্য যখন ভ্যানে করে লাশ নিয়ে যাওয়ার সময় পুলিশ যখন শুনতে পেয়েছে এ বাবা আন্দোলনের সময় রাস্তায় ছাত্রসমাজকে পানি দিয়েছে, খাবার দিয়েছে, এ কারণে পুলিশ ওই বাবাকে হত্যা করেছে। এটা শোনার পর ওই সন্তানকেও গুলি করে বাবার মতো লাশ করে ফেলেছে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার বলেন, জামায়াত নিষিদ্ধের তিন দিনের ব্যবধানে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছেন। শেখ হাসিনার বিচার একদিন বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খিলপাড়া ইউনিয়ন সভাপতি আজগর আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, জামায়াতের নোয়াখালী জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ছাইফ উল্যাহ, চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌরসভা আমির মাওলানা আক্তার হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর হোসাইন রিয়াজ, উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন প্রমুখ।

চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলনে ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২৬ সেশনের ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালাতো বোনের বিয়ে খেতে এলেন ছাত্রলীগ নেতা, অতঃপর...

পাল পাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

সরকারি বাঙলা কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

দেশে ফিরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ব্যারিস্টার রাজ্জাকের

সারা দেশে জাহাজ ধর্মঘট

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

সাতক্ষীরায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির আলোচনা সভা

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতের আগুনে পুড়ছে শিশুরা

ক্ষতিগ্রস্ত ক্রীড়া মন্ত্রণালয়, কোথায় অফিস করবেন আসিফ মাহমুদরা?

ছোট ভাইয়ের বিয়েতে বর সেজে গেলেন বড় ভাই, অতঃপর...

১০

সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝ সমুদ্রে জাহাজ বিকল

১১

বিপিএল উত্তাপে আলোচনায় সাকিব

১২

‘অপরাধীদের প্রতি কোনো ক্রমেই নমনীয় হবে না পুলিশ’

১৩

অপশক্তির প্ররোচনায় সচিবালয়ে অগ্নিকাণ্ড, বাসার নিন্দা ও প্রতিবাদ

১৪

এবার সানা বিমানবন্দরে ইসরায়েলের হামলা

১৫

‘ভারত বাংলাদেশকে একটি নতাজানু দেশ হিসেবে দেখতে চায়’

১৬

চাঁদা না পেয়ে হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

১৭

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাধীনতার ৫৩ বছরেও ঘটেনি : চরমোনাইর পীর

১৮

সারজিসের বিরুদ্ধে সমন্বয়ক মিতুর শ্লীলতাহানির অভিযোগ দাবিতে ভুয়া ভিডিও

১৯

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

২০
X