রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

নিহত ছাত্রদল নেতা পাভেল মিয়া। ছবি : সংগৃহীত
নিহত ছাত্রদল নেতা পাভেল মিয়া। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে আগুন দেয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার চণ্ডিতলা মন্দিরের সংলগ্ন পৌর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে ও কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাঞ্চন পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় পাভেল দুপক্ষের সংঘর্ষ থামাতে গেলে, পূর্ব শত্রুতার জেরে তার ওপরও হামলা করে বায়েজিদ গ্রুপের লোকজন। তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহত পাভেলের বড় ভাই শাহীন মিয়া বলেন, কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক স্বপনের সঙ্গে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদের ঝগড়া হয়। এ সময় আমার ছোট ভাই চণ্ডিতলা মন্দিরের সংলগ্ন পাশে অবস্থান করছিল। পরে উভয় পক্ষের লোকজন পাভেলকে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দ্বায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমাদের পরিবার পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। কোনো সন্ত্রাসী যেন কাঞ্চনের মাটিতে না থাকতে পারে। আর যেন কারো ভাই হারাতে না হয়।

কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানী বলেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক স্বপন ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদের সংঘর্ষ বাধে। সে সময় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল তাদের ঝগড়া থামানোর জন্য এগিয়ে যায়। এ সময় দুপক্ষের লোকজনের পিটুনিতে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেলকে হত্যা করা হয়েছে। অপরাধী যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। যাতে করে আর এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মরদেহের প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় কমছে পানি, পারাপারে ভোগান্তি

‘ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশে আগ্রাসন চালাতে পারবে না’

পাঁচ ঘণ্টা পর সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে 

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, টনক নড়ছে না কারও

পীরগাছা উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মিলন গ্রেপ্তার

ট্রাকচাপায় আহত সেই ফায়ার কর্মীর মৃত্যু

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী গুরুতর আহত

মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

১০

ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত : সিলেটে মির্জা ফখরুল

১১

জয় বাংলা বলে খেজুরের রস খেতে গিয়ে কারাগারে ১৫ যুবক

১২

১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন মুক্তিযোদ্ধা কানু

১৩

নারায়ণগঞ্জে হাসপাতালে পিস্তল সাদৃশ্য দেখিয়ে টেন্ডার জমা দিতে বাধা

১৪

ঢাকা কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

১৫

দাফনে পুলিশের সময় বেঁধে দেওয়ায় ছেলের মুখ ঠিকমতো দেখতে পারেননি মা

১৬

‘ভারত বন্ধুর বেশে ৫৩ বছর ডাকাতি করেছে’

১৭

ইয়েমেনের সঙ্গে পারছেই না ইসরায়েল, দিশেহারা নেতানিয়াহু

১৮

বগুড়ায় কারাবন্দি সাবেক এমপি রিপু অসুস্থ, ঢাকায় প্রেরণ

১৯

জনগণের ভোটে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান : আবদুস সালাম

২০
X