কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ধানের চেয়েও খড় বিক্রি হচ্ছে বেশি দামে

ধানের চেয়ে খড়ের দাম বেশি। ছবি : কালবেলা
ধানের চেয়ে খড়ের দাম বেশি। ছবি : কালবেলা

দেশজুড়ে বেড়েছে গবাদিপশুর খাদ্যের দাম। এতে বিপাকে পড়েছেন পশু খামারিরা। সম্প্রতি হওয়া বন্যার কারণে খড়ের সংকট তীব্র আকার ধারণ করেছে। যার প্রভাব পড়েছে ছোট-বড় সব ধরনের খামারে। এতে লক্ষ্মীপুরের কমলনগরে ধানের থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে খড়।

খামারি মো. আলাউদ্দিন জানান, এবার তিনি সাড়ে ৬ লাখ টাকার খড় কিনেছেন। আগের বছর সমপরিমাণ খড় কিনতে তার খরচ হয়েছিল প্রায় ২ লাখ টাকা।

কমলনগরে ছোট ছোট আঁটি ও জমির পরিমাণ অনুযায়ী বিক্রি হচ্ছে খড়। বর্তমানে এক কেজি খড় বিক্রি হচ্ছে ৩০ টাকায় এবং প্রতি মণ (৪০ কেজি) খড়ের দাম দাঁড়াচ্ছে ১ হাজার ২০০ টাকা, যা ধানের দামের থেকেও বেশি। যেখানে এক মন ধান বিক্রি হচ্ছে ১ হাজার টাকা থেকে একটু বেশি।

কৃষক ফয়েজ আহমেদ বলেন, তিনি চলতি মৌসুমে ১৬০ শতক জমিতে ধান চাষ করেছেন। তিনি আশা করছেন, তার জমিতে ৫০ হাজার টাকার ধান পাবেন। কিন্তু তিনি ইতোমধ্যে তার জমির খড় বিক্রি করে ফেলেছেন ৭০ হাজার টাকায়। গত নভেম্বরের শেষ সপ্তাহে খামারিরা বাড়িতে গিয়ে তার খড়ের আগাম দাম দিয়ে গেছেন। গত বছর একই জমির খড় বিক্রি করেছিলেন ৫ হাজার টাকায়।

অন্যদিকে, চর কালকিনি এলাকার কৃষক মো. মন্তাজ, যিনি প্রায় ৫০ ট্রাক খড় বিক্রি করেছেন। প্রতি ট্রাকে প্রায় ১০ হাজার টাকা করে লাভ হচ্ছে তার।

কমলনগর উপজেলার সরকারি নিবন্ধিত খামারি হাজি মো. আলাউদ্দিন জানান, প্রতিবছরের এ সময়ে তিনি খড় সংগ্রহ করে রাখেন এবং এতে তার প্রায় ২ লাখ টাকা খরচ হয়। তবে চলতি মৌসুমে গত বছরের তুলনায় খড়ের দাম বেড়ে গেছে। তিনি এবার ৬ লাখ ৫০ হাজার টাকায় গত মৌসুমের সমপরিমাণ খড় কিনেছেন।

খড়ের এমন নজিরবিহীন দাম অতীতে কখনো দেখেননি স্থানীয় কৃষক ও খামারিরা। কৃষকরা খড় বিক্রি করে খুশি হলেও হতাশ পশু খামারিরা।

গোখাদ্যের তীব্র সংকটে অস্থির হয়ে পড়েছেন তারা। অনেকেই গরু বিক্রি করেতে চেয়েও পারছেন না। গরুর দামও ব্যাপকভাবে কমে গেছে।

খামারি ইউসুফের খামারে গিয়ে দেখা গেছে, প্রতিটি গরু পুষ্টিহীনতায় ভুগছে।

তিনি বলেন, প্রতিটি গরুর জন্য বর্তমানে প্রতিদিন প্রায় তিনশ টাকার খড় ও খাদ্য লাগছে। এত খরচ বহন করা আমার পক্ষে সম্ভব না। সব গরু বিক্রি করতে চেয়েছি। কিন্তু পাঁচ মাস পালন করার পর এখন ১৫ লাখ টাকার গরু মাত্র অর্ধেক দামে বিক্রি করতে পারব। হিসেবে করে দেখেছি, এতে আমার ৬০ ভাগের মতো ক্ষতি হচ্ছে। এখন গরু রাখতেও পারছি না, আবার বিক্রিও করতে পারছি না। কাঁচা ঘাস নেই এবং খড়ের দাম খুব বেশি।

খামারি মো. রফিক বলেন, খড় গরুর খাবারের তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব নয়। কিন্তু চাহিদা বাড়তে থাকায় অনেক খামারি দানাদার খাবারের দিকে ঝুঁকছেন। এতে খামার পরিচালনার খরচ আরও বেড়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত : সিলেটে মির্জা ফখরুল

জয় বাংলা বলে খেজুরের রস খেতে গিয়ে কারাগারে ১৫ যুবক

১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন মুক্তিযোদ্ধা কানু

নারায়ণগঞ্জে হাসপাতালে পিস্তল সাদৃশ্য দেখিয়ে টেন্ডার জমা দিতে বাধা

ঢাকা কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

দাফনে পুলিশের সময় বেঁধে দেওয়ায় ছেলের মুখ ঠিকমতো দেখতে পারেননি মা

‘ভারত বন্ধুর বেশে ৫৩ বছর ডাকাতি করেছে’

ইয়েমেনের সঙ্গে পারছেই না ইসরায়েল, দিশেহারা নেতানিয়াহু

বগুড়ায় কারাবন্দি সাবেক এমপি রিপু অসুস্থ, ঢাকায় প্রেরণ

জনগণের ভোটে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান : আবদুস সালাম

১০

কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত আবুলের মরদেহ

১১

তুরস্কের শত্রুর সঙ্গে হাত মেলাল ইসরায়েল

১২

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৭ জন হাসপাতালে ভর্তি

১৩

নির্বাচনের তপশিল কখন, জানালেন সিইসি

১৪

পদ ফিরে পেয়ে যা বললেন বিএনপি নেতা আবু সুফিয়ান

১৫

চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ

১৬

ওয়ানডে-টেস্টে বছরটা কেমন গেল বাংলাদেশের?

১৭

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৮

মামলা থেকে আসামিদের দায়মুক্তির চেষ্টাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ছাড় নয় : জামায়াত আমির

২০
X