খুলনা ব্যুরো
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

খুমেকে রোগীদের নিম্নমানের খাবার ও কম দেওয়ার প্রমাণ পেয়েছে দুদক

খুমেকে রোগীদের নিম্নমানের খাবার ও কম দেওয়ার প্রমাণ পেয়েছে দুদক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। ছবি : সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে রোগীদের খাবার নিম্নমানের এবং পরিমাণে কম থাকার প্রমাণ পাওয়া গেছে।

দুদকের খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা হাসপাতালে ভর্তি রোগীদের খাবার প্রদানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাই। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার যাচাই করা হয়। দুপুরে ১ হাজার ৩৩৫ জনকে খাবার দেওয়ার কথা থাকলেও রান্না করা মুরগির পিস পাওয়া যায় ১ হাজার ৯৪ পিস। বাকি ২৪১ জনের খাবার কম ছিল। প্রতি পিস মাংসের ওজন হওয়ার কথা ৯৫ গ্রাম। কিন্তু মাংসের পিস মেপে দেখা যায় ওজন ৪ ভাগের এক ভাগ। ভালো মানের চিকন চালের ভাত দেওয়ার কথা থাকলেও রান্না করা ভাত মোটা চালের।

তিনি আরও বলেন, তারা রান্নাঘরে ঢোকার সময় দেখেন কিছু মালামাল নিয়ে একজন পালিয়ে যাচ্ছিল। তাকে আটক করে তার কাছে ৪ কেজি মুরগির মাংস, ৪৯টি ডিম, ৮ পাউন্ড রুটি, কয়েকটি লাউ, দুই পলিথিন ভর্তি ভাত, দুই কেজি চাল, পেঁয়াজ, শুকনো মরিচ, কলা, তেল, ডাল ইত্যাদি পাওয়া যায়। সেগুলো আবার রান্নাঘরে রাখা হয়। এগুলো রোগীদের খাবার হিসেবে ছিল, কিন্তু রোগীদের না দিয়ে চুরি করা হচ্ছিল।

দুদকের উপপরিচালক বলেন, রান্নাঘরে গিয়ে সুপারভাইজার হাবিবকে পাওয়া যায়নি। আউটসোর্সিংয়ের একজন কর্মচারীকে পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। প্রতিদিন খাবারের নমুনা পরীক্ষা করার নিয়ম রয়েছে। নমুনা হিসেবে যে খাবার পাঠানো হচ্ছিল তার মান ভালো। কিন্তু রোগীদের যে খাবার দেওয়া হচ্ছিল তা নিম্নমানের এবং পরিমাণে কম। মো. আব্দুল ওয়াদুদ বলেন, খাবারের নমুনা পরীক্ষা করার জন্য এক পিস মাংস দেওয়ার কথা। কিন্তু পরীক্ষা করানোর কথা বলে কর্মচারীরা রান্নাঘর থেকে ২০/৩০ জনের খাবার নিয়ে যাচ্ছিল, যা অনিয়ম। কর্মচারীদের জিজ্ঞাসা করা হলে তারা বলে যে, বিভিন্ন লোকজনকে দিতে হবে। কিন্তু আবাসিক মেডিকেল অফিসার ছাড়া আর কারও নাম বলতে পারেনি।

দুদকের এ কর্মকর্তা আরও বলেন, আমরা রান্নাঘরে ঢোকার আগে আরও কয়েকজন খাবার নিয়ে গেছে বলে আমরা শুনেছি। কিন্তু আমরা একজনকে খাবার নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরি। রোগীদের খাবার দেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি পাওয়া গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. নুরুল ইসলাম ও সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. নুরুল ইসলাম বলেন, এটা শুদ্ধি অভিযানের একটা অংশ। দুদকের অভিযানকে আমরা স্বাগত জানাই। তারা যে অসঙ্গতিগুলো তুলে ধরেছেন এগুলো আমরা দেখেছি, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ানডে-টেস্টে বছরটা কেমন গেল বাংলাদেশের?

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

মামলা থেকে আসামিদের দায়মুক্তির চেষ্টাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ছাড় নয় : জামায়াত আমির

পরিচয় মিলল বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির

ফুসলিয়ে কলেজছাত্রীকে বিয়ে করলেন পুলিশের এএসআই, অতঃপর...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি রফিকুল আর নেই

পাকিস্তানের হয়ে না খেলে বিপিএল মাতাতে আসছেন শাহীন

‘বাভাসি’ সম্মাননা পেলেন কুদরত উল্লাহ

যে কারণে জরুরি অবতরণে ব্যর্থ কাজাখস্তানে বিধ্বস্ত বিমান

১০

২৫তম বিসিএস প্রশাসন ক্যাডার কার্যনির্বাহী কমিটি গঠন

১১

মারা গেছেন পল্লিকবি জসীমউদ্‌দীনের ছেলে

১২

উপসচিব ও তদুর্ধ্ব পদ প্রশাসন ক্যাডারের : অন্যদের অনাহুত প্রবেশ প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে

১৩

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্কের ব্যবস্থাপনা পরিচালকের বৈঠক  

১৪

ঘুষ-দুর্নীতির অভিযোগ আর শুনতে চাই না : আসিফ মাহমুদ

১৫

ঢাবি শিক্ষার্থীদের বিনামূল্যে টেলিমেডিসিন সেবায় ছাত্রদল নেতার উদ্যোগ

১৬

লালমাটিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

১৭

‘নতুন বাংলাদেশে আ.লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না’

১৮

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তের দাবি

১৯

সিরিয়া নিয়ে নতুন পরিকল্পনার কথা জানাল ইরান

২০
X