কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তাহলে তাদের কারাগারে থাকতে হবে। কোনো অন্যায়কারীকে রেহাই দেবে না দল।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী স্কুলমাঠে সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।
সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর গত ৫ আগস্ট আমরা নির্যাতন থেকে মুক্তি পেয়েছি। আমরা চেয়েছিলাম সব দল-মত নির্বিশেষে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে। কিন্তু পতিত স্বৈরাচার সরকার ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। কিন্তু অন্যায় কাজের পরিণতি কি হয় আপনারা দেখেছেন। এই বাংলাদেশে শেখ হাসিনার জন্ম। কিন্তু তার অন্যায়-অত্যাচারের কারণে গত ৫ আগস্ট পাশের দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, তারপরও তাকে এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্ট ঘুরতে হয়েছে। হাতেপায়ে ধরার পর ভারত তাকে আশ্রয় দিয়েছে। আজ আওয়ামী লীগ পালিয়ে গেছে। আপনারা দীর্ঘদিন নির্যাতন-অত্যাচারিত হয়েছেন। কিন্তু এখন যদি বিনা কারণে আপনারা দুর্বলের প্রতি অত্যাচার, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ভাইদের উপর নির্যাতন করেন তাহলে বিএনপি কিন্তু আপনাদের রেহাই দেবে না। সেসব অন্যায়কারীর উদ্দেশ্যে তারেক রহমানের নির্দেশ এখনই থেমে যান, না হলে অন্যায়কারীদের কারাগারে থাকতে হবে।
কালীগঞ্জ পৌরসভার বিএনপির চাপালী গ্রাম কমিটির সাবেক সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, শ্রমিক নেতা আব্দুল লতিফ লস্কর, বিএনপি নেতা লিয়াকত আলী মাস্টার, আবু দারদা মন্টা, আতাউল হক আতা, ফজলু লস্কর প্রমুখ।
মন্তব্য করুন