আন্দোলনের মুখে সরকার পতনের পর নানা চিত্র ফুটে ওঠে দেশের বিভিন্ন স্থাপনার দেয়ালে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের তুলির ছোঁয়ায় বদলে যায় শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের প্রতিটি দেয়ালের চিত্র। গ্রাফিতির মাধ্যমে করা হয় প্রতিবাদ, ফুটে ওঠে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বহু বার্তা।
কিন্তু মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ি পৌরশহরের লোকজন ঘুম থেকে উঠে দেখে ভিন্ন চিত্র। গ্রাফিতির ওপর সদ্য বাদ দেওয়া জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ লেখা দিয়ে নষ্ট করা করা হয়েছে অনেক দেয়াল। এ ছাড়াও এর সঙ্গে রয়েছে দলীয় ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে৷
নালিতাবাড়ী পৌরশহরের থানা সংলগ্ন দেয়ালগুলোতে সোমবার রাতের কোনো এক সময় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে, কারা গ্রাফিতি নষ্ট করে দিয়েছে এমন প্রশ্ন জনমনে। গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। তাদের ধারণা, জুলাই বিপ্লবকে ধারণ করে না বা মানতে পারে না এমন কোনো অপশক্তিই এসব করেছে।
গ্রাফিতি অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। গ্রাফিতির ওপর এসব স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট নিষিদ্ধ বা স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল।
স্থানীয় হাসান তৌফিক তূর্য বলেন, তারা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ না লিখে অন্য কোথাও লিখতে পারত। তারা কেন আমাদের চেতনার ওপর আঘাত করেছে। যারা এ কাজ করেছে তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না, এটা তারই প্রমাণ।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। পরবর্তীতে এ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজছে। এ ব্যাপারে আমরা সবাই বসে পরবর্তী করণীয় নির্ধারণ করব।
নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন বলেন, ঘটনাটি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন