বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমাদের শরীর যদি কাটা হয়, দেখা যাবে সবার রক্তের রং লাল। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, হাজং, সাঁওতাল আমাদের ধর্মীয় পরিচয়। আমাদের একটােই পরিচয়- আমরা বাংলাদেশি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ৩টায় দিনাজপুরের ঘোড়াঘাটে বড়দিন উপলক্ষে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, রাষ্ট্র কীভাবে সুন্দরভাবে পরিচালিত হবে, সেটির কর্মসূচি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা। সেখানে আপনার আমার বিচারক, পুলিশ, কৃষক, শ্রমিক সকল শ্রেণিপেশার মানুষ থেকে শুরু করে সব ধর্মাবলম্বী মানুষের কথা আছে।
তিনি বলেন, আমাদের ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল সর্বত্রই বিএনপিতে আপনাদের অংশগ্রহণ চাই। আমি আপনাদের প্রতি আহ্বান জানাব, কোনো অবস্থাতেই আর দূরে থাকা নয়। আসেন আমরা কাছাকাছি হই। আমরা আপনাদের বোঝার চেষ্টা করব, আপনারাও আমাদের বোঝার চেষ্টা করবেন। এ দেশের এবং মানুষের উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করব।
উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, উপজেলা আন্তঃমান্ডলিক খ্রিস্টান ফেলোশিপের সভাপতি সনাতন মার্ডি প্রমুখ।
মন্তব্য করুন