চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় গ্রেপ্তার ৫

মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। ছবি : সংগৃহীত
মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটকরা হলেন- উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের মজুমদার বাড়ির আব্দুল হক মজুমদারের ছেলে ইসমাইল হোসেন মজুমদার (৪৩), একই বাড়ির মৃত সুলতান আহম্মেদ মজুমদারের ছেলে জামাল উদ্দিন মজুমদার (৫৮), কুলিয়ারা ভূঁইয়া বাড়ির মৃত এছাক ভূঁইয়ার ছেলে ইলিয়াছ ভূঁইয়া (৫৮), পাশের নাঙ্গলকোট থানাধীন রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে এবং কুলিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ (৪৮) ও চাঁদপুর জেলার সদর থানার মইশাদী গ্রামের মো. জাকির হোসেনের ছেলে ইমতিয়াজ আব্দুল্লাহ্ সাজ্জাদ (১৯)। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার দুপুরের পর থেকে স্থানীয় একজন মুক্তিযোদ্ধাকে বিক্ষুব্ধ জনতা হেনস্থা করছে এমন একটি ভিডিও ভাইরাল হয়। পরে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে উনাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিই। কিন্তু তিনি অপারগতা প্রকাশ করায় বিষয়টি নিয়ে এগোতে পারিনি। তবে, ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা করে পুলিশ। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে এ ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আব্দুল হাই ভূঁইয়া কানু একজন রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তার নিজ এলাকার একটি স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচন ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে এলাকাবাসীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সে সময় তিনি এলাকার কয়েকজন সম্মানিত সামাজিক ব্যক্তিকে অপমান-অপদস্ত ও হয়রানি করেন বলেও জানা গেছে। তার বিরুদ্ধে হত্যা, তথ্য-প্রযুক্তি, মারামারি ও রাজনৈতিক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেপ্তার হন এবং জেল খাটেন। বহুদিন নিজ এলাকায় না এসে আত্মগোপনে ছিলেন তিনি। গত ৫ আগস্টের পর দেশের পটভূমি পাল্টে গেলেও তিনি নিজ এলাকায় আসেননি। রোববার দুপুরে স্থানীয়রা তাকে এলাকায় দেখতে পেয়ে পাতড্ডা বাজার থেকে নিয়ে কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে গ্রাম ছাড়ার হুমকি ও সবার কাছে ক্ষমা চাওয়ার কথা বলেন। এ সময় উত্তেজিত জনতা তাকে শারীরিকভাবে হেনস্থা করে।

প্রত্যক্ষদর্শীদের কেউ এ ঘটনার ভিডিও ধারণ করেন। পরে এ ঘটনার ধারণকৃত ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনরা সমালোচনার ঝড় তোলেন। পুলিশ বিষয়টি জানতে পেরে গুরুত্ব সহকারে আমলে নেয় এবং ভিডিও দেখে শনাক্ত করে অভিযুক্তদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানের ওপর ক্ষেপেছে পাকিস্তান

ফুটপাতের দেড় শতাধিক দোকান উচ্ছেদ

শিক্ষার্থীকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

মিষ্টি পান চাষে সফল জহুরুল

যিশুখ্রিস্টের জন্মদিনে যত উল্লেখযোগ্য ঘটনা

কনকনে শীতে বিপাকে পঞ্চগড়ের মানুষ

ভূমধ্যসাগরে ডুবল রুশ জাহাজ, যা বলছে মস্কো

হুমকিতে পদ্মা সেতুসহ ডান তীররক্ষা বাঁধ

যমুনার বুকে একখণ্ড ক্রিকেট মাঠ

আজকের নামাজের সময়সূচি

১০

বগুড়ার আলোচিত তুফান সরকার কারাগারে

১১

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

১৩

প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক ড. আবু সুফিয়ান

১৪

জামায়াত-শিবিরকে পুরোনো শকুন বললেন অধ্যক্ষ

১৫

পূজা পরিষদ নেতা শিব প্রসাদের পরলোকগমন

১৬

চাঁদপুরে সেভেন মার্ডারের ঘটনায় মামলা

১৭

ফেক পেজ খুলে অপপ্রচারের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে 

১৮

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলা, জড়িত ছাত্রলীগ কর্মী

১৯

ইউআইইউ এবং গ্রামীণফোনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X