সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কলেজ ছাত্রাবাসের জায়গায় ছাত্রদল নেতার দোকান

কলেজের জায়গায় ছাত্রদল নেতার দোকান। ছবি : কালবেলা
কলেজের জায়গায় ছাত্রদল নেতার দোকান। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে কলেজ ছাত্রাবাসের বাউন্ডারি ওয়াল ভেঙে অবৈধভাবে দোকান তৈরির অভিযোগ উঠেছে তাইফ আহমেদ নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। উপজেলা বিএনপির সদস্য সচিবের নির্দেশেই তিনি দোকান তৈরি করেছেন বলে জানা গেছে।

উল্লাপাড়ায় অবস্থিত সরকারি আকবর আলী কলেজের আবু তাহের ছাত্রাবাসে এ ঘটনা ঘটেছে।

এদিকে দোকান অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত দরখাস্ত দিয়েছেন অধ্যক্ষ মো. আলী আশরাফ।

লিখিতে দরখাস্তে অধ্যক্ষ উল্লেখ করেন, আকবর আলী কলেজের আবু তাহের ছাত্রাবাসের বাউন্ডারি ওয়াল ভেঙে অবৈধভাবে দুটি সেমিপাকা দোকান তৈরি করা হয়েছে। যাতে করে আবাসিক শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তাজনিত সমস্যা সৃষ্টি করছে। বাউন্ডারির অভ্যন্তরে অবৈধভাবে নির্মিত ওই দোকান অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রণের দাবি জানান তিনি।

এ বিষয়ে অধ্যক্ষ মো. আলী আশরাফ বলেন, দোকানগুলো কলেজের নিজস্ব জায়গাতে তৈরি করা হয়েছে। গত ৫ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক সরকারি জমিজমা বেদখল বিষয়ে তথ্য এবং উদ্ধারের কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও প্রমাণসহ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সে নির্দেশের প্রেক্ষিতে দোকান দুটি অপসারণের জন্য তাদের নোটিশ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার বরাবরও দরখাস্ত দেওয়া হয়েছে। আমাদের কারও প্রতি কোনো ক্ষোভ বা অভিযোগ নেই। আমরা চাই সরকারি সম্পত্তি সরকারের হাতে ফিরে আসুক।

উল্লাপাড়া পৌর এলাকার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক তাইফ আহমেদ কলেজের জায়গায় দোকান দেওয়ার কথা স্বীকার করে বলেন, আমি বেকার। তাই আমাকে উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন এখানে বসিয়ে দিয়েছেন। আমাকে বলা হয়েছে- কেউ যদি এ বিষয়ে ফোন দেয় তুমি তাদের সঙ্গে কথা না বলে আমাদের সঙ্গে কথা বলবে। উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন বলেন, ছেলেটা দরিদ্র পরিবারের। ছাত্রদল করে অনেক নির্যাতিত। এ কারণে প্রিন্সিপাল সাহেবের অনুমতিক্রমে ছেলেটাকে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। গরিব মানুষ কাজ করুক। সরকারি জায়গা দখলের প্রশ্নই আসে না। কলেজের প্রয়োজন হলে নোটিশ করবে চলে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, আমি দরখাস্ত পেয়েছি। উচ্ছেদের জন্য আবেদন দেওয়া হয়েছে। সেটি এসিল্যান্ড অফিসে আছে। নিয়ম অনুযায়ী সেটা ডিসি স্যারের কাছে চলে যাবে। এরপর ডিসি অফিসের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে ঢাকায় বসছে এটিজেএফবি ইন্টারন্যাশনাল ম্যারাথন

৩৪তম বিসিএস অল ক্যাডারের সভাপতি জয়, সম্পাদক জুয়েল

কালবেলার সাংবাদিকের বাবার ইন্তেকাল

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয় শীর্ষে

চট্টগ্রামে পেট্রলবোমায় দগ্ধ নারী মারা গেছেন

টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল উপহার পেল ১২ শিশু

পদ্মায় ভেসে এলো মৃত ডলফিন

পিসিএর সদস্য হলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী 

ছাত্র অধিকার পরিষদ ছেড়ে গণতান্ত্রিক ছাত্র সংসদে ১৩ নেতাকর্মী

জয়ে নেপাল মিশন শেষ করল নারী কাবাডি দল

১০

অন্তর্বাসে সোনা লেপে দেশে ফিরছিলেন দুবাই প্রবাসী

১১

কারও ফাঁদে পা দেওয়া যাবে না : মুরাদ 

১২

‘ইসলামবিরোধী কোনো পদক্ষেপ নিলে চরম মূল্য দিতে হবে’

১৩

আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস

১৪

নিজের জমিতেও টিউবওয়েল বসাতে পারছেন না রাজু

১৫

ওমানের কাছে হেরে এশিয়া কাপের বাইরে বাংলাদেশ

১৬

ব্যাটারিচালিত রিকশা বন্ধে আরও কঠোর পদক্ষেপে যাচ্ছে ডিএনসিসি

১৭

‘গাবতলী টার্মিনালে আন্তঃজেলা বাস প্রবেশে আলাদা রোড নির্মাণ হবে’

১৮

উত্তেজনার মধ্যেই পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা

১৯

হেফাজতে ইসলামের উত্তরা জোনের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল 

২০
X