বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করতে নীলফামারীর ডোমার উপজেলায় যাবেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল আলম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে হেলিকপ্টারযোগে নীলফামারী থেকে ডোমার যাবেন তিনি। সফরসূচি অনুযায়ী তিনি বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে ডোমার উপজেলা হেলিপ্যাড মাঠে অবতরণ করবেন। এর পরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন। এ ছাড়া সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরে সকাল ১০টা ১৫ মিনিটে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় যাওয়ার কথা রয়েছে। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমন উপলক্ষে উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য ডোমার হেলিপ্যাড মাঠ সংস্কারের কাজ চলছে।
ইউএনও মো. নাজমুল আলম কালবেলাকে বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমন উপলক্ষে ডোমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে আসবেন তিনি।
মন্তব্য করুন