টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে পলাশ কর্মকার নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার টাঙ্গাইল-মধুপুর আঞ্চলিক মহাসড়কের পাকুটিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ কর্মকার (৩৯) গৌরাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঘাটাইল পৌর এলাকার চান্দসী গ্রামের লক্ষণ চন্দ্র কর্মকারের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে পলাশ কর্মকার ঘাটাইল থেকে মধুপুর যাওয়ার পথে পাকুটিয়া এলাকায় পিকআপভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে ঘাটাইল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম কালবেলাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত পলাশ কর্মকারের মরদেহ তার পরিবার সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন