বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানকে অপহরণে বাবা গ্রেপ্তার

সন্তানকে অপহরণে বাবা গ্রেপ্তার
ছবি : প্রতীকী

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজের সাড়ে চার বছরের সন্তানকে অপহরণের দায়ে আব্দুল্লাহ আল এলিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের থানাপাড়া এলাকা থেকে শিশুসন্তান রাফিনকে (৫) উদ্ধার করেছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ওসি নামজুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সাড়ে চার বছরের সন্তানকে বিরামপুরে নিজের দাদা-দাদির কাছে লুকিয়ে রেখে মিথ্যা নাটক সাজিয়ে ধোঁকা দেওয়ার অভিযোগে স্বামী আব্দুল্লাহ আল এলিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন স্ত্রী বাবলি খাতুন (২৩)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছয় বছর আগে ঘোড়াঘাট উপজেলার চাটশাল সোনারপাড়া এলাকার বাবু মিয়ার মেয়ে বাবলি খাতুনের সঙ্গে বিরামপুর উপজেলার থানাপাড়ার নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল এলিনের বিয়ে হয়। পরে স্ত্রী বাবলি জানতে পারেন, এর আগেও তার স্বামীর অন্য এক জায়গায় বিয়ে করেছিলেন। তার একটি সন্তানও আছে। এ নিয়ে প্রায়ই দুজনের কথাকাটাকাটি হতো। পরে তাদের সংসারে ছেলে সন্তান আসে। সন্তান জন্মের পর থেকে তার স্বামী বিভিন্ন সময়ে টাকার জন্য শারীরিক ও অমানুষিক নির্যাতন করতে থাকে।

আরও জানা যায়, নির্যাতন সহ্য করতে না পেরে বাবলি তার বাবার বাসায় চলে আসে। পরে স্বামী এলিনও শ্বশুরবাড়ি এসে জায়গা কিনে বসবাস করতে থাকে। কিছুদিন পর থেকে আবারও টাকার জন্য নির্যাতন চালায় এলিন। তাই বাবলি খাতুন সন্তানকে আবারও বাবা বাড়িতে চলে আসেন। স্বামী এলিন সেখানে গিয়ে প্রায়ই টাকার জন্য হুমকি দিতেন। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় শিশু সন্তান রাফিন উঠানে খেলা করার সময় তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্তানকে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে থানায় অভিযোগ করেন বাবলি খাতুন।

ওসি নামজুল হক বলেন, সোমবার সকাল ১০টার দিকে শিশু সন্তানের মা থানায় এসে অভিযোগ করে জানান, উপজেলার চাটশাল সোনারপাড়ায় তার নিজের মায়ের বাসায় অবস্থানকালে সেখান থেকে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে চলমান এ ঘটনার রহস্য থানা পুলিশ উদ্‌ঘাটন করেছে।

তিনি আরও বলেন, অভিযোগ পাওয়ার পর স্বামী আব্দুল্লাহ আল এলিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে, সে তার সন্তানকে বিরামপুরের পৌর শহরে দাদা-দাদির কাছে লুকিয়ে রেখেছে। পরে পুলিশ গিয়ে শিশু রাফিনকে উদ্ধার করে।

নামজুল হক বলেন, সন্তান উদ্ধারের পর স্ত্রী বাবলি খাতুন একটি অপহরণ মামলা দায়ের করলে স্বামী আব্দুল্লাহ আল এলিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিশু রাফিন এখন পুলিশ হেফাজতে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজে এক ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ

শীত কমবে দক্ষিণে, বাড়বে উত্তরে

খোঁজ মিলল সহসমন্বয়ক খালিদের

আবু সাঈদ কি সত্যিই ফ্রান্সে চলে গিয়েছেন?

পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠন

বাংলাদেশে এক দিনে ৪০ হাজার হিন্দু ধর্ষিত, এ তথ্য দেয়নি এবিপি আনন্দ

বিজয় দিবস কাবাডি / পুরুষ বিভাগে নৌ বাহিনী ও নারী বিভাগে পুলিশ চ্যাম্পিয়ন

সাহসীদের ক্ষেত্রে ভাগ্য সহায়ক হয়: আকবর

মাকে নিয়ে গাইলেন কাজী শুভ

বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

১০

দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান টিআইবির 

১১

জবি ইনকিলাব মঞ্চের নেতৃত্বে নূর মোহাম্মদ-শান্তা আক্তার 

১২

ভূমধ্যসাগর থেকে ৮ বাংলাদেশির মরদেহ উদ্ধার

১৩

চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে পাকিস্তান

১৪

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ানোর প্রজ্ঞাপনে এনডিএফের ক্ষোভ

১৫

শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক

১৬

দেশের স্বার্থের প্রশ্নে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নই : আখতার

১৭

যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের হুঙ্কার

১৮

নির্বাচন নিয়ে এত টালবাহানা কেন, প্রশ্ন ফজলুর রহমানের

১৯

দুর্নীতিগ্রস্ত লুটেরা যাতে আর দেশে না আসতে পারে : মেজর হাফিজ 

২০
X