গাজীপুরে খালের দূষিত পানি থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার (২২ ডিসেম্বর) সকালে নগরীর ৩২নং ওয়ার্ডে জাঝর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় থেকে নগরীর ১৫, ১৭ ও ৩২নং ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ডের ওপর দিয়ে মোগড়খালটি প্রবাহিত হয়েছে। প্রায় ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে প্রবাহিত হয়ে টঙ্গী খালে গিয়ে শেষ হয়েছে। খালটির সূচনা স্থান থেকেই দূষণের শিকার হয়ে আসছে। মহানগরীর ভোগড়া ও আশাপাশের এলাকার বিভিন্ন কলকারখানা, বাসাবাড়ি ও বাজারের দূষিত পানি এ খালটি দিয়ে প্রবাহিত হয়। খালটির পাশে যারা বসবাস করেন এ খালের দূষিত পানির ঝাঁঝালো গন্ধে বসবাস করা দুষ্কর হয়ে পড়েছে। খালপাড়ের কোনো জমিতে ফসলাদি হয় না। কোনো গৃহপালিত প্রাণীও লালন পালন করা যায় না। এছাড়া খালের পাড়ে বসবাসকারী শিশু-নারী-পুরুষ ও সাধারণ মানুষের নানা প্রকার রোগ বালাই লেগেই থাকে। তাই দূষণে অতিষ্ঠ এলাকার মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
স্থানীয় বাসিন্দা আক্তারুজ্জামান বাবুল বলেন, আমরা বারবার এ খালের দূষণের বিষয়টি গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে জানালেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
মানববন্ধনে এলাকার শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এতে বক্তব্য দেন শ্রমিক দল নেতা আক্তারুজ্জামান বাবুল, হাজী মুজিবুর রহমান, হাজী মো. নওয়াব আলী, আব্দুর রশিদ, আব্দুর রহিম, মো. সেলিম মিয়া, আবু হানিফ প্রমুখ।
মানববন্ধনে অবিলম্বে মোগড়খালের দূষণ থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়।
মন্তব্য করুন