চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আহম্মেদ হোসেন নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার রামদিয়া গ্রামের মাঝেরপাড়া পুরাতন মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আহম্মেদ হোসেন রামদিয়া গ্রামের মৃত বিসারত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন আনসার আলী গং এবং গোলাম সরোয়ার মিঠু গংয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রোববার রাত ৯টার দিকে রামদিয়া গ্রামের মাঝেরপাড়া পুরাতন মসজিদের সামনে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষ অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রামদিয়া গ্রামের আহম্মেদ হোসেনকে আনসার আলী গংয়ের লোকজন দা দিয়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আহম্মেদ হোসেন মিঠু গংয়ের সমর্থক।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান কালবেলাকে বলেন, ঘটনার পর পরই আমরা অপরাধী ধরতে অভিযান শুরু করেছি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন