খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. হানিফ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামতলী কবরস্থানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। মো. হানিফ (২৭) একই এলাকার মো. জালালের ছেলে।
নিহতের স্ত্রী মোছা. মুন্নি আক্তার বলেন, আমাদের কারো সঙ্গে কোনো কথাকাটাকাটি হয়নি। কোনো সমস্যা ছিল না। তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য ছিলেন। রোববার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পাই।
আত্মীয়রা জানান, কবরস্থানের পাশে জামগাছের ডালে গলায় দড়ি পেঁচানো মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে দীঘিনালা থানায় নিয়ে যায়।
দীঘিনালা থানা ওসি মো. জাকারিয়া বলেন, স্থানীয়রা গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা যায়। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে
মন্তব্য করুন