গাজীপুরের কালিয়াকৈরে দুটি ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আসামিদেরও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর একটি ট্রাক চট্টগ্রাম থেকে বগুড়া যাচ্ছিল। ভোরে ডাকাতদল ট্রাকটি সফিপুর ওভারব্রিজ এলাকায় থামায়। ডিবি পুলিশের পরিচয় দিয়ে তারা ট্রাকটি আটকে ট্রাকচালক ও সহকারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের মানিকগঞ্জে ফেলে দিয়ে ট্রাকে থাকা ১৪ টন রড কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় আনলোড করে বিক্রি করে দেয়। ১ ডিসেম্বর কালিয়াকৈর থানায় ডাকাতির অভিযোগে মামলা দায়ের করে মালিকপক্ষ।
আরও জানা গেছে, মামলার পর অভিযান চালিয়ে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। তারা হলেন, মো. ওবায়দুল ইসলাম ওরফে রবি (৩৪), মো. মিজানুর রহমান, মো. হাসান আহম্মেদ ওরফে সেকু (৩৯), মিজান ডাকাত ও ভাঙারি ব্যবসায়ী মো. লিয়াকত আলী হাওলাদার (৫২)। তার দোকান থেকে সাত টন রড উদ্ধার করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।
এর আগে গত নভেম্বর মাসে কালিয়াকৈর এলাকায় আরেকটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটে। যেখানে কম্বলভর্তি ট্রাক লুট করা হয়। পুলিশ সফলভাবে সেই কম্বল উদ্ধার করে এবং ছয়জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদের দিকনির্দেশনায় ১ ডিসেম্বর মামলা হওয়ার পর সাত দিনের মধ্যে অর্ধেক রড উদ্ধার এবং প্রধান আসামিদের গ্রেপ্তার করতে পেরেছি। এটি থানার পুলিশের একটি উল্লেখযোগ্য সাফল্য।
মন্তব্য করুন