চট্টগ্রামে নিজ বাসভবনে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার (৮২)।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ২০নং সড়কে নিজ বাসভবনে আত্মহত্যার ঘটনা ঘটে।
খবর পেয়ে ডবলমুরিং থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙে ওই বীর মুক্তিযোদ্ধার মরদেহটি উদ্ধার করেন।
তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমদ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আবু সাইদ সরদার বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বিগত বিএনপি সরকারের আমলে বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পরামর্শক ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের পরামর্শক ছিলেন। দীর্ঘদিন তিনি মরণব্যাধি রোগে ভুগছিলেন। কিন্তু তিনি হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছেন যা এলাকাবাসী মেনে নিতে পারছেন না। তার আত্মহত্যার ঘটনার খবর শুনে এলাকার সর্বস্তরের মানুষ ঘটনাস্থলে ছুটে যান। এ সময় যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুরো এলাকাজুড়ে চলছে শোকের মাতম।
পুলিশ জানায়, জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পাওয়ার পর ডবলমুরিং থানার টহল টিম ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে নামিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমদ কালবেলাকে বলেন, মৃত্যুর আগে বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার একটি সুইসাইড নোট (চিরকুট) লিখে যান। সেখানে লিখা ছিল যে, তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। আমরা লিখাটি তার হাতের কি না সার্টিফাই করেছি। লিখাটি তার হাতের ছিল। এ ঘটনায় কোনো মামলা হয়নি। বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অবশ্য তার পরিবার ময়নাতদন্ত করাতে অনিচ্ছা পোষণ করেছেন।
মন্তব্য করুন