বগুড়ার শেরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসা গ্রহণ শেষে রোববার (২২ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়। এর আগে গত ১৯ ডিসেম্বর রাত সোয়া ৯টায় শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল মালেক উপজেলার আমিনপুর এলাকার মৃত মোদাচ্ছের আলী সরকারের ছেলে। এ ছাড়া তিনি শেরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এ কর্মকর্তা জানান, গত ১৫ নভেম্বর করা নাশকতার রাজনৈতিক মামলায় শেরপুর কৃষক লীগের সভাপতি আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থানায় আসামাত্র আসামি বুকের ব্যথা অনুভব করে এবং তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আসামির ইসিজি পরীক্ষা করার পর প্রাথমিক চিকিৎসায় তেমন কোনো জটিলতা না পাওয়া গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ আসামিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
সেখানে চিকিৎসা শেষে ছাড়পত্র দিলে রোববার আসামি আব্দুল মালেককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন