বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান একজন মানবিক নেতা : রুমন

বগুড়ার গাবতলীতে শীতার্ত অসহায় গরিব মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন আতিকুর রহমান রুমন। ছবি : কালবেলা
বগুড়ার গাবতলীতে শীতার্ত অসহায় গরিব মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন আতিকুর রহমান রুমন। ছবি : কালবেলা

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেছেন, তারেক রহমান একজন মানবিক নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন। তিনি সুদূর প্রবাসে থেকেও দেশের মানুষের খোঁজ-খবর রাখেন সবসময়। অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের সবসময় নির্দেশনা দেন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে শীতার্ত অসহায় গরিব মানুষদের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এ সময় তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সড়ক-মহাসড়ক নামকরণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহত অসহায় পরিবারে একটি করে হলেও সরকারি এবং বেসরকারি চাকরি দিয়ে সে সব অসচ্ছল পরিবারকে সচ্ছলতা দেবে। তার নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে রয়েছি।

তিনি বলেন, তারেক রহমান আপনাদের কতটা মনে রাখেন, কতটা ভালোবাসেন, কতটা শ্রদ্ধা করেন তা আপনারা নিজেরাই জানেন না। তারেক রহমান একজন মানবিক নেতা। এসব কাজে তিনি প্রচারবিমুখ। কখনোই তিনি নিজেকে জাহির করেন না। সুদূর প্রবাসে হাজার হাজার মাইল দূরে থাকলেও তার মনটা পড়ে থাকে এখানে। প্রায় ১৫-১৬ বছর ধরে তিনি দেশের বাইরে থাকলেও এক মুহূর্তও ভোলেন না গাবতলী তথা বগুড়ার মানুষের কথা।

বগুড়ার জাতীয়তাবাদী সমর্থিত কৃষিবিদদের আয়োজিত বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ মেহেদী হাসান পাঠানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলীর থানা বিএনপির সদস্য, সাবেক পৌরসভার মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে লড়াই সংগ্রাম করে যাচ্ছে বিএনপি। বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে ছিল। দেশে খুন, গুম, হামলার শিকার হওয়া পরিবারকে ধারাবাহিকভাবে সাহায্য-সহযোগিতা অব্যাহত রেখেছে। বিএনপি ক্ষমতায় এলে দেশে খুন, গুম, নির্যাতিত হওয়া পরিবারকে সরকারি চাকরিসহ কর্মের ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন- কৃষিবিদ একেএম ফজলুল করিম রাঙ্গা, কৃষিবিদ দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান পাভেল, ড. আব্দুল মজিদ, ড. মাহমুদুল হাসান সুজা, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, মুকুল মিয়া, কৃষিবিদ মো. নিয়ামতুল্লাহ, কৃষিবিদ মো. নুরুজ্জামান সজল, কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, কৃষিবিদ এএম শোয়াইব, কৃষিবিদ মো. শিহাব হাসান, কৃষিবিদ আব্দুল্লাহ আল মুত্তাকীন, কৃষিবিদ মো. রিজোয়ানুর ইসলাম, কৃষিবিদ এএইচএম নুরুল আনোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পরে এক হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মশা মারতে জিরো টলারেন্সে চসিক, খোঁজা হচ্ছে নতুন ওষুধ

নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের চুক্তি সই

সিলেটে ফের প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

এটিএম বুথে ঢুকে নারীর ভয়াবহ কাণ্ড

৩০ মিনিটের ব্যবধানে ৯ বাসায় চোরের হানা

কাতারকে চাপ দিয়ে বেকায়দায় ইউরোপীয় ইউনিয়ন

ময়মনসিংহে শিক্ষার্থীর ওপর হামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে হামলার উসকানি / বশেমুরবিপ্রবি উপ-রেজিস্ট্রারকে ডিবিতে সোপর্দ

এবার কর্ণফুলী থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে জসিম খুনের ঘটনায় বড় সোহাগ গ্রেপ্তার

১০

‘ঘুমের ওষুধ খাইয়েও ঘরে রাখা গেল না রাব্বিকে’

১১

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কি এমপির সাক্ষাৎ

১২

‘সুযোগ পেলেই সে আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয়’

১৩

রাবিতে বিভিন্ন অপরাধে শাস্তি পেলেন যারা

১৪

শখের বসে দক্ষিণ আফ্রিকায় গিয়ে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

১৫

পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান

১৬

ড. ইউনূসসহ ২০ উপদেষ্টাকে ট্রাম্পের নিষেধাজ্ঞার খবর সত্য নয়

১৭

‘ব্যালন ডি’অর’ কে ভুলে যেতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

১৮

চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা

১৯

প্রকাশ্যে দুই নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল

২০
X