রাজশাহীর বাগমারায় একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাহেরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাগমারা উপজেলা ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ মোহাম্মদ ইবরাহীম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২টি তেলের ডিপো, একটি তেলবাহী লরি এবং পাশের একটি বাড়ি আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এছাড়াও বৈদ্যুতিক তারের কারণে অগ্নিকাণ্ডের সম্ভাবনা রয়েছে। তবে কী কারণে এটি ঘটেছে সেটি সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এখনো ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
মন্তব্য করুন