গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে দুগ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দলভি অনুসারী মুফতি মুআজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে তোলা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের শুনানির জন্য সকালে গাজীপুর জেলা কারাগার থেকে মুফতি মুআজ বিন নূরকে আদালতে আনা হয়। রিমান্ড আবেদন শুনানিকালে মাওলানা জোবায়েরের অনুসারীরা মুফতি নূরের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন।
টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশ নিয়ে তাবলিগ জামাতের দুপক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় হত্যা মামলা করেছেন জোবায়ের অনুসারীরা। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জোবায়ের অনুসারীর সাথী এসএম আলম হোসেন বাদী হয়ে এ মামলা করেন। ইতোমধ্যে ওই মামলার চার্জশিটভুক্ত আসামি ইজতেমার সাদ অনুসারী, জিম্মাদার মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে জিএমপি পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) তাকে গাজীপুর মহানগর আদালতে তোলা হয়। বিচারক ওইদিন রোববার রিমান্ড শুনানি ধার্য করে তাকে কারাগারে পাঠান।
মন্তব্য করুন