সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দুষ্কৃতকারীদের কঠোর শাস্তি দেওয়া হোক : ডা. শফিকুর রহমান

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদেরর সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদেরর সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দুষ্কৃতকারী; তাদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক। আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, এমন কাজ করা উচিত নয়, ক্ষমতা চলে গেলে পালিয়ে যেতে হয়, আত্মগোপনে যেতে হয় কিংবা ভয়ংকর পরিণতির মুখোমুখি হতে হয়। এটা কোনোভাবে কাম্য নয়।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদেরর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি মন্দিরে হামলার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, আমি এ বিষয়ে জানি না। আপনার কাছে প্রথম শুনলাম। যদি হয়ে থাকে আমি এর নিন্দা জানাই। আমি দাবি করি, যারা দুষ্কৃতকারী; তাদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।

মতবিনিময় সভায় বক্তারা দুই হাজারেরও বেশি নির্যাতনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব নির্যাতন কিন্তু ধর্মীয় কারণে হয়নি। আমি রাজনীতি করি এটা অপরাধ না। যে ধর্মের মানুষ হই না কেন, এ দেশের নাগরিক হিসেবে আমার রাজনীতি করার অধিকার আছে। কিন্তু রাজনীতির সঙ্গে যদি সন্ত্রাস করি, সন্ত্রাসের কারণে যদি আমার ওপর কিছু আসে এটাকে ঠিক ধর্মের সঙ্গে কিন্তু মেলানো যাবে না। আমরা সেগুলোকে পরখ করে যদি দেখি দেখব অনেকগুলোই রাজনৈতিক কারণে ঘটেছে।

যারা রাজনীতি করবেন তাদের আরও সতর্কতা অবলম্বন করা উচিত মন্তব্য করে জামায়াতের আমির বলেন, রাজনীতি যারা করবেন তিনি যে দলেই হোন, যে ধর্মেরই হোন, তাকে সতর্ক হয়ে রাজনীতি করা উচিত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তার মতামত জানতে চাইলে আমির আরও বলেন, এখনকার সরকার রাজনৈতিক সরকার না হওয়া সত্ত্বেও জনগণের সচেতনতার কারণে আমাদের সমাজে শান্তি আছে। আমি বলব খারাপ না, যা আছে যথেষ্ট। কিন্তু আরও বহু সুযোগ রয়ে গেছে এটাকে সামনে আরও সুন্দর করার।

মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, ধর্ম তো চাপিয়ে দেওয়ার কোনো বিষয় নয়। কে কোন ধর্ম অনুসরণ করবে এটা ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। যারা চাপাচাপি করে তারা ধর্মের সেন্টিমেন্ট বোঝে না। সে যে ধর্মেরই হোক। এটা বিভিন্ন দেশে ঘটে, বিভিন্ন ধর্মের পক্ষ থেকে ঘটে। এসবগুলোকে আমরা নিন্দা করি। চাপাচাপির কোনো জায়গা নেই। আমরা মানুষকে মানুষ হিসেবেই দেখব।

মেজরিটি-মাইনোরিটি মানেন না জানিয়ে জামায়াতের আমির বলেন, ৫ আগস্টের পর আমরা সাফ বলেছি, আমরা মেজরিটি-মাইনোরিটি মানি না। এ দেশের যারা নাগরিক তারা সবাই সমমর্যাদাবান গর্বিত নাগরিক। সমান অধিকারের ভিত্তিতে এ দেশকে দেখতে চাই। এখন অনেকে এ কথা বলতে শুরু করেছেন। ছোট্ট একটা দেশ, এত ভাগ কিসের আবার। জাতীয় স্বার্থে আমরা সবাই এক। কারণ দেশ বাঁচলে আমিও বাঁচব, সবাই বাঁচবে। অশান্তি হলে সবাইকে তা ভোগ করতে হবে। আমরা একটা শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়তে চাই।

যেমন বাংলাদেশ দেখতে চান তা বর্ণনা করে তিনি আরও বলেন, আমরা এ রকম একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে একজন নেতার নির্বাচিত হওয়ার আগে যে সম্পদ ছিল নির্বাচিত হওয়ার পর তা কমবে, বাড়বে না। কারণ তিনি জনসভা করতে গিয়ে শুধু সরকারি টাকায় পারবেন না, তার নিজের টাকাও তাকে খরচ করতে হবে। সরকারি দায়িত্বে নিয়োগ হওয়ার পর তিনি নিজের দিকে খেয়াল দিতে পারবেন না তখন জনগণের বোঝা তাকে বহন করতে হবে।

ডা. শফিকুর রহমান আক্ষেপ করে বলেন, কিন্তু এখন আমরা দেখি, প্রথমবার এমপি হওয়ার আগে কারো সম্পদ এক কোটি টাকা ছিল, পাঁচ বছর পর দ্বিতীয়বার তিনি তার স্টেনমেন্ট জমা দিচ্ছেন সংসদে, সেখানে তিনি বলছেন, এখন তিনি ২৬ কোটি টাকার মালিক। তৃতীয়বার তিনি আড়াইশ কোটি টাকার মালিক। এই নির্বাচিত হলেই কেবল লাভ করা যায়, আর বাকি মানুষের কোনো লাভ নাই। মারাত্মক লাভজনক ব্যবসা এই রাজনীতি।

তার দলের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি তাকে জানানোর আহ্বান জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, আপনাদের সঙ্গেই তো আমরা বড় হয়েছি। আমাকে খুব সহজে পাওয়া যায়। আমার মোবাইলে কোনো ফিল্টার নেই। শুধু মানুষটাকে চিনলেই আমার হলো, অচেনা মানুষের ফোন নিরাপদ নয় তাই ধরি না। আমার সঙ্গে একদম খোলা মনে কথা বলবেন। আমাদের কারো দ্বারা যদি এ রকম কোনো অপরাধ হয়ে থাকে, যেখানে আপনাদের সম্পদের, ইজ্জতের ক্ষতি হয়েছে আমি আপনাদের কথা দিচ্ছি আপনার বিচার পাবেন। আমার হাত দিয়েই পাবেন যদি আমি জীবিত থাকি।

বিগত দুর্গাপূজায় সর্বাত্মক সহযোগিতার মনোভাব নিয়ে ছিলেন জানিয়ে শফিকুর রহমান বলেন, দুর্গাপূজার সময় আমরা সারা দেশে বলে দিয়েছিলাম, যদি আপনারা আমাদের সহযোগিতা চান তাহলে সর্বাত্মক সহযোগিতা করব। আমি সারাদেশ থেকে এমন কোনো অভিযোগ পাইনি যে আমাদের সহযোগিতা চেয়ে পাননি কেউ। এটা হতে পারে সহযোগিতা চাওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু যারা চেয়েছেন আমরা তাদের সহযোগিতা করেছি।

আওয়ামী লীগের আমলে জামায়াত সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দাবি করে আমির বলেন, আপনারা আশা করি আমাদের সঙ্গে একমত হবেন, গত সরকারের হাতে আমরা ছিলাম সবচেয়ে বেশি নির্যাতিত। আমাদের ১১ জন টপ লিডারকে খুন করা হয়েছে, জুডিশিয়াল কিলিং। আমাদের অসংখ্য সাথী নিহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। হাজার হাজার মামলা হয়েছে, লাখ লাখ লোক আমরা জেলে গিয়েছি। আমাদের সবগুলো অফিস, শুধু সিলেটের অফিস ছাড়া কেন্দ্রীয় অফিসসহ সারা দেশের অফিস সাড়ে তের বছর একটানা সিলগালা ছিল। আমরা এক সেকেন্ডের জন্য অফিসে ঢুকতে পারিনি। আমি আমার কেন্দ্রীয় অফিসে ঢুকতে পারিনি। আমাদের দলকে নির্বাচন কমিশন থেকে অনিবন্ধিত করা হয়েছে। নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। শেষমুহূর্তে এসে সরকার আমাদের নিষিদ্ধ ঘোষণা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন স্বরাষ্ট্রসচিব হলেন নাসিমুল গনি

জুবায়েরপন্থি বলায় সাংবাদিকের ওপর হামলা

‘সারা দেশের ৮০ ভাগ সাংবাদিক ১০ হাজারের নিচে বেতন পায়’

 বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী

তথ্য উপদেষ্টার সঙ্গে সংগীতশিল্পী রাহাত ফতেহ আলীর সাক্ষাৎ

আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে : নুসরাত ফারিয়া

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, দুজন নিহত

দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু

এআইইউবিতে জব ফেয়ার অনুষ্ঠিত

‘সরকারকে প্রায় ৫০০ কোটি টাকা ঋণ ফেরত দিয়েছে বিএসসি’

১০

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১১

এআইইউবি জব ফেয়ারে অংশ নিল আইএফআইসি ব্যাংক

১২

৭ দিনের আলটিমেটাম, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

১৩

নাটোরে চুরির ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার

১৪

সোমবার যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

১৫

গ্রেপ্তার হয়নি স্বেচ্ছাসেবক দল নেতা, ব্যবসায়ীদের কর্মসূচি

১৬

নতুন বাংলাদেশ পাইছি, চোরদের রাজা হতে দেব না : মান্না

১৭

সবার জন্য স্বাস্থ্যকর খাদ্য : দেশের বাজারে এলো ফর্টিফাইড আটা-ময়দা

১৮

সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাতিলের পক্ষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১৯

‘গুচ্ছের আড়ালে পাবলিক বিশ্ববিদ্যালয় ধ্বংসের পাঁয়তারা’

২০
X