গাজীপুরের শ্রীপুরে ওভার ট্রেকিংয়ের সময় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতি জেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। তিনি পরিবার নিয়ে গাজীপুরের জয়দেবপুর এলাকায় ভাড়া থাকতেন। অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, সকালে কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় একটি মাদ্রাসার সাইট পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হয়েছিলেন শফিকুল। সেখানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল ওভারটেকিং করার সময় ট্রাকের পাশে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন