অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, গত ১৫ বছর ধরে কেউ স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেননি। তবে বর্তমান সরকার সাংবাদিকদের সেই স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জের থানা রোড এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনারস ক্লাবের এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ফয়েজ আহম্মদ বলেন, গত ১৫ বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার বা লেখার সুযোগ ছিল না। সাংবাদিকতা ছিল এক ধরনের বাধাগ্রস্ত পেশা। তবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবাদিকরা এখন স্বাধীনভাবে কাজ করতে পারছেন। সাংবাদিকতার প্রকৃত আনন্দ উপভোগ করছেন সাংবাদিকরা।
তিনি আরও বলেন, বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চলছে এবং নানা গুজব ছড়ানো হচ্ছে। সরকার এসব গুজব মোকাবিলায় সচেষ্ট। প্রান্তিক পর্যায়ে সবাইকে এক হয়ে এসব ষড়যন্ত্র রুখতে হবে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্প্রতি সামাজিক সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩০/৩৫ বছর ধরে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া রামগঞ্জ-হাজীগঞ্জ বীরেন্দ্র খালের প্রায় দুই কিলোমিটার অংশ পরিষ্কার করেছেন স্বেচ্ছাসেবীরা। মাত্র ৪৫ দিনের অক্লান্ত পরিশ্রমে পরিবেশবান্ধব এ উদ্যোগটি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
এ ছাড়া রক্তদানে অসামান্য অবদান রেখে ইতোমধ্যে ৭ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ ও দান করেছেন সংগঠনের সদস্যরা। এমন দৃষ্টান্তমূলক কাজের জন্য রামগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ক্লাবটি।
রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের প্রতিষ্ঠাতা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মামুন, রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দিদারুল ইসলাম, রামগঞ্জ থানার ওসি মো. আবুল বাসার, রায়পুর এলএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান।
মন্তব্য করুন